বাংলার খবর
জ্বালানির দামে নাজেহাল অবস্থা, বেসরকারি বাস মিনিবাস পরিষেবা বন্ধ করে দিতে চলেছে বাস মালিকদের সংগঠন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জ্বালানির খরচ বেড়েছে বহুগুন, অথচ ভাড়া বৃদ্ধি নিয়ে সরকার উদাসীন, তাই বাধ্য হয়ে বেসরকারি বাস মিনিবাস পরিষেবা বন্ধ করে দিতে চলেছে বাস মালিকদের সংগঠন। উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
আগামী ১১ তারিখে কলকাতায় বাস মালিকদের কেন্দ্রীয় মিটিং হলেই ১৩ তারিখ থেকে বন্ধ করে দেওয়া হবে উত্তর ও দক্ষিন দিনাজপুর, মালদা ও দার্জিলিং জেলার বেসরকারি বাস মিনিবাস পরিষেবা। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামানিক। এই বেসরকারি বাস পরিষেবা বন্ধ হয়ে গেলে কয়েক হাজার পরিবহণ শ্রমিক রুজিরোজগার হারিয়ে ফেলবেন বলে আশঙ্কায় দিন গুনছেন।
আরও পড়ুন: মাওবাদীদের ডাকা বনধের প্রভাবে স্তব্ধ ঝাড়গ্রাম-বেলপাহাড়ী
ডিজেলের দাম ৯০ টাকা প্রতি লিটার পার হয়ে যাওয়ার পরই উত্তর দিনাজপুর জেলায় বেসরকারি বাস মিনিবাস পরিষেবা ৪৫ শতাংশ কমে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই সেই ডিজেল যা বাস মিনিবাসের জ্বালানি তার দাম পার করেছে ১০০ টাকা। ফলে আর ক্ষতিপূরণ দিয়ে বেসরকারি বাস পরিষেবা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বাস মালিকরা। উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামানিক বলেন, ”জেলার বাস মালিকরা কবে থেকে বাস ধর্মঘট ডাকা হবে তা সিদ্ধান্ত নিতে পারিনি।”
আরও পড়ুন: পরিকল্পিত দুর্যোগ তৈরি করছে কেন্দ্রীয় সরকার, তোপ মমতার
আগামী ১১ এপ্রিল শিলিগুড়িতে উত্তরবঙ্গের সমস্ত জেলার বাস মালিকদের নিয়ে বাস ধর্মঘট নিয়ে সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত মাদার সংগঠন রাজ্য জয়েন্ট কাউন্সিলে বসে ঠিক করা হবে। সেদিন বৈঠকে রাজ্য সরকার ও তার পরিবহন দফতর যদি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত না নেয় তবে পরদিন থেকেই বেসরকারি বাস পরিষেবা বন্ধ অর্থাৎ বাস ধর্মঘট শুরু হয়ে যাবে। এদিকে বাস মালিকদের এই বাস ধর্মঘট নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন বাসকর্মীরা। রুজি রুটি হারানোর আশঙ্কায় দিন গুনছেন তাঁরা।