দেশের খবর
আমেরিকার নাগরিকদের ইউক্রেন ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যত দিন যাচ্ছে ততই আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের পরিস্থিতি বাড়ছে। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের একটি ঘোষণায় এই দাবী আরও জোরালো হচ্ছে। খবর পাওয়া গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে বসবাসকারী আমেরিকানদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন।
এই ঘোষণাতেই উঠছে প্রশ্ন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে আমেরিকা কি প্রতিরোধ গড়ে তুলবে! এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে গত কয়েকমাস ধরেই। যখন রাশিয়া ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা এবং প্রচুর অস্ত্রের সমাবেশ ঘটিয়েছে। খবর পাওয়া গিয়েছে, রুশ সেনাবাহিনী ইউক্রেন আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। এর মধ্যেই আমেরিকা এবং রাশিয়ার মধ্যে বিবৃতি পাল্টা বিবৃতি শুরু হয়। আমেরিকা যেমন রাশিয়াকে হুমকি দেয়, ঠিক তেমনই রাশিয়া পাল্টা ধমকি দেয়। এরপর আমেরিকা সারে আট হাজার সেনা ইউরোপে পাঠায়। তখন থেকেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে আছে।
ফলে সারা বিশ্বের মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কড়ছে। তার ওপর আমেরিকার প্রেসিডেন্ট জোবাইডেন ইউক্রেনে থাকা আমেরিকানদের দেশ ছাড়ার কথা বলায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ‘বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করছি আমরা। যে কোনও মুহূর্তে যে কোনও দিকে যেতে পারে পরিস্থিতি। তাই ইউক্রেনে বসবাসকারী মার্কিনদের অবিলম্বে এই দেশ ছেড়ে চলে যাওয়াই ভালো। যদি আমেরিকা ও রুশ সৈন্য একে অপরকে গুলি ছুড়তে শুরু করে, তবে আমরা এক ভিন্ন পৃথিবী দেখব।’