অমানুষিক পরিশ্রমের পরও বেতন বাড়াচ্ছেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারপর যা করলেন যুবক
Connect with us

ভাইরাল খবর

অমানুষিক পরিশ্রমের পরও বেতন বাড়াচ্ছেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারপর যা করলেন যুবক

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চাকরি বড় বালাই! একটা চাকরির জন্য যেমন মাথা খুঁটে মরতে হয় তেমনই চাকরি বাঁচাতে নানান সময় অফিসের ঊর্ধ্বতনের মন রাখতে কর্মচারীকে কত না কিছু করতে দেখা যায়। তবে এক্ষেত্রে গল্পটা একটু অন্যরকম। কোম্পানির উন্নতির জন্য দিনরাত এক করে খেটে চললেও চাহিদা মতো বেতন না মেলায় প্রতিবাদে নিজের ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে অফিসেই দিনযাপন করতে শুরু করেছেন এক মার্কিন কর্মচারী।

শুধু তাই নয়, বস যাতে মাইনা বাড়ায় তার জন্য গোটা লকডাউন পিরিয়ডে ওই ব্যক্তি ওয়ার্ক ফ্রম হোম না করে সেই সময় তিনি ওয়ার্ক ফ্রম হোম কিউবিকেল করেছেন। জানা গিয়েছে, সিমন নামের ওই ব্যক্তি চাহিদার তুলনায় কম বেতন পাওয়ায় তার প্রতিবাদ জানাতেই এমন অভিনব পন্থা বেছে নিয়েছেন। শুধু তাই নয়, যেখানে কোভিডকালে সংক্রমণের হাত থেকে বাঁচতে গোটা বিশ্বই ওয়ার্ক ফ্রম অফিসের পরিবর্তে ওয়ার্ক ফ্রম হোমকে সেরা অপশন বলে বেছে নিয়েছিল। ঠিক সেই সময় তিনি বেতন বৃদ্ধির প্রতিবাদ জানাতেই গোটা লকডাউন চলাকালীন সময়ে অফিসে নিজের ডেস্কেই দিন গুজরান করেছেন।

আরও পড়ুন: প্রেম বড় বালাই! হবু স্ত্রীকে ‘উপহার’ দিতে চাঁদে জমি কিনে দিলেন যুবক

Advertisement

যদিও তাতে বসের মন ভরেছে কি না তা অবশ্য এখনও জানা যায়নি। তবে সম্প্রতি সিমনের এমন অদ্ভুত আচরনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছেল। ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সিমন নিজের অ্যাপার্টমেন্ট থেকে একটি ব্যাগে করে সমস্ত জামাকাপড় নিয়ে এসে অফিসে নিজের ডেস্কের চারপাশে জড়ো করেছেন।শুধু তাই নয়, আরও দেখা গিয়েছে, তাঁর এই প্রতিবাদ চলাকালীন সময়ে তাঁকে খাবার হিসেবে ফ্রিজে রাখা ফল খেতে দেখা গিয়েছে।

শুধু তাই নয়, একটি ভিডিয়ো পোস্ট করে সিমন জানিয়েছেন, অফিসের জন্য তিনি যে পরিমাণ খাটেন সেই তুলনায় পারিশ্রমিক তিনি অনেক কম পান। বসকে বারবার বলা হলেও তিনি তাঁর মাইনা বাড়ানোর বিষয়ে কোনও পদক্ষেপ করেনি। যারফলে বেতন বাড়ানোর প্রতিবাদ স্বরূপ তিনি নিজের আবাসন ছেঁড়ে অফিসে এসেই থাকতে শুরু করেছেন। শুধু তাই নয়, এর মাধ্যমে তিনি বসকে বোঝাতে চেয়েছেন যে, বেতন কম হওয়ায় তাঁকে কতটা কষ্ট করে দিন কাটাতে হয়।

আরও পড়ুন: Viral Video: গঙ্গুবাই কাথিওয়াড়ি’র তালে কোমর দুলিয়ে নেটপাড়া মাতাচ্ছেন মানসী

Advertisement

এদিকে সিমনের এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই আবার ভিডিয়োটি রি-পোস্ট করে কমেন্ট বক্সে নিজেদের মতামত ব্যাক্ত করেছেন। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আবার লিখেছেন ‘কাজের চাপে সিমন বাড়ি যেতেই ভুলে গিয়েছে’।