আন্তর্জাতিক
৩ মাস পর কিয়েভে খুলে দেওয়া হল মার্কিন দূতাবাস

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা দু’মাসেরও বেশি সময় ধরে অব্যাহত রুশ-ইউক্রেন দ্বন্ধ। দুই দেশের টানাপোড়েনের জেরে গত তিনমাস ধরে বন্ধ রাখা হয়েছিল ইউক্রেনের কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস।
জানা গিয়েছে, বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহ কিছুটা স্তিমিত হওয়ায় বৃহস্পতিবার থেকে ফের খুলে দেওয়া হয়েছে কিয়েভের মার্কিন দূতাবাস। এদিন কিয়েভ মার্কিন দূতাবাসের অফিসে মার্কিন জাতীয় পতাকা উত্তোলনের পর সংস্থার মুখপাত্র ড্যানিয়েল ল্যাঞ্জেনক্যাম্প বলেন,”দীর্ঘ ৩ মাস পর ফের এই দূতাবাস খোলা হল। অল্প সংখ্যক কূটনীতিকও প্রাথমিকভাবে কাজে ফিরেও আসবেন।”
এই বিষয়ে ল্যাঞ্জেনক্যাম্প জানান, কিয়েভে মার্কিন দূতাবাস খুলে গেলেও এখনই ভ্রমণের ব্যাপারে কোনও ছাড়পত্র দেওয়া হবে না। শুধু তাই নয়, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া প্রথম ইউক্রেনে হামলা চালায়। তার আগেই ১৪ ফেব্রুয়ারি যুদ্ধ পরিস্থিতি আঁচ করে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস।
আরও পড়ুন: পুতিন ‘পাগল’ হয়ে গিয়েছেন, দাবি রুশ ধনকুবেরের
এদিকে গত মাস থেকেই কিয়েভে অবস্থিত অন্যান্য দেশ যথা,France, Germany এবং Britain সরকার তাঁদের দূতাবাসগুলি পুনরায় খুলে দিয়েছে। সেই পথে হেঁটে বৃহস্পতিবার থেকে খুলে গেল মার্কিন দূতাবাসও।
আরও পড়ুন: ঋণের ভারে জর্জরিত দেশ, ওষুধ সঙ্কটে বন্ধ অস্ত্রোপচার
প্রসঙ্গত, টানা ৭০ দিনেরও বেশি সময় ধরে অব্যাহত রাশিয়া-ইউক্রেন দ্বন্ধ (Russia Ukraine )। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনে বিশ্বজুড়ে তৈরি হয়েছে অস্থির অবস্থা। যুদ্ধ থামাতে রাশিয়াকে বার-বার চাপ দেওয়া হলেও নিজের সিদ্ধান্তে এখনও অটল পুতিন।