বিনোদন
কিলার পোজে বিমানে উর্বশী রাউতেলা, পোশাক দেখে চক্ষু চড়কগাছ ভক্তদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এক নামেই সকলের কাছে পরিচিত তিনি। নায়িকা হিসেব যতটা না জনপ্রিয়তা অর্জন করেছেন তার চেয়ে অনেক বেশি মডেল হিসেবে জনপ্রিয়। আইটেম ডান্স থেকে শুরু করে অভিনয় জগতে বরাবর নজর কেড়েছেন ভক্তদের। আন্তর্জাতিক পর্যায়ে নিজের ছাপ রেখেছেন উর্বশী রাউতেলা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশকিছু ছবি ভাইরাল হয়েছে, যা ঘিরে শুরু হয়েছে চর্চা।
বলিউড অভিনেত্রীদের মধ্যে একজন যারা মডেলিংয়ের পর চলচ্চিত্রে পা রাখেন এবং অল্প সময়ের মধ্যেই অনেক জনপ্রিয়তা অর্জন করতে দেখা যায়। সম্প্রতি বিমানের মধ্যে তাঁর গ্ল্যামারাস লুক দেখা গিয়েছে। যেখানে তাঁকে সুন্দর ও স্টাইলিশ লাগছে। তাঁর সঙ্গে খোলা চুল।
তবে এসবের মাঝেই নেটিজেনদের চোখ পড়েছে তাঁর জিন্সের উপর। গোলাপী টপ, আর হালকা ছেড়া জিন্স। তাঁর এই স্টাইলে কুপোকাত হয়েছে নেটদুনিয়া। কেউ কেউ এটাকে মজার ছলে নিলেও অনেকেই তাঁর এই স্টাইল স্টেটমেন্টকে বাহবা জানিয়েছেন।
বিমানের মধ্যে থাকাকালীন ছবিগুলি ক্লিক করেছেন উর্বশী। এই মুহূর্তে প্রায় 53 মিলিয়ন ফলোয়ার ইনস্টাগ্রামে ফলো করছেন তাঁকে৷ এর আগের একটি ফটোশ্যুটে উর্বশী ধরা দিয়েছিলেন একেবারে ট্র্যাডিশনাল লুকে৷ ফ্যাশন স্টেটমেন্ট হোক কিংবা ফিটনেসে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে সিদ্ধহস্ত উর্বশী রাউতেলা। তেমনই আবার হট পোজ, রূপের জাদুতে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদেরও হার মানাতে প্রস্তুত উর্বশী।