UPSC Final Result 2021: র‍্যাঙ্কিয়ে দেশের সেরা শ্রুতি শর্মা
Connect with us

দেশের খবর

UPSC Final Result 2021: র‍্যাঙ্কিয়ে দেশের সেরা শ্রুতি শর্মা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন( UPSC )। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং আইএএস (IAS) অফিসার হওয়া কতটা কঠিন তা আমরা সবাই জানি। প্রকাশিত হল ২০২১ সালের ইউপিএসসি পরীক্ষার ফলাফল। র‍্যাঙ্কের ভিত্তিতে এ-বছর UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন শ্রুতি শর্মা।

২০২১ সালের UPSC পরীক্ষার ফলাফল জানতে পরীক্ষার্থীরা এই UPSC, i.e., upsc.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট চেক করতে পারবেন। ২০২১ সালের ইউপিএসসি পরীক্ষায় র‍্যাঙ্কিয়ের ভিত্তিতে প্রথম স্থান দখল করেছেন শ্রুতি শর্মা। এছাড়াও UPSC পরীক্ষায় প্রথম তিন শীর্ষস্থান দখল করে রাখা তিনজনই হলেন মহিলা।

আরও পড়ুন: সংসার চালাতে করেছেন সাইকেল মেরামতের কাজ, সফল IAS অফিসারের হার না মানার গল্পকে কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া

Advertisement

এদের মধ্যে প্রথম হয়েছেন শ্রুতি শর্মা। দ্বিতীয় হয়েছেন অঙ্কিতা আগরওয়াল এবং তৃতীয় স্থান দখল করেছেন গামিনী সিঙ্ঘল। শুধু তাই নয়, প্রথম স্থানাধিকারী শ্রুতি শর্মা সেন্ট স্টিফেন্স কলেজের ছাত্রী। পরে পড়াশোনা করেছেন দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে। এরপর দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে UPSC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর বর্তমান র‍্যাঙ্কিংয়ে উচ্ছ্বসিত সকলে।

আরও পড়ুন: ভালো কাজ করলেই এই হোটেলে মিলবে বিনামূল্যে এক বেলার খাবার!

কীভাবে দেখবেন UPSC পরীক্ষার রেজাল্ট।
1. প্রথমেই upsc.gov.in এই ওয়েবসাইটে লগইন করুন
2. লগইন করার পর যে হোমপেজ খুলে যাবে সেখানে লিখুন UPSC Civil Services Result 2021 -Final Result
3. এরপর যে সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাঁদের জন্য খুলে যাবে একটা পিডিএফ ফাইল।
4. এরপর ওই পিডিএফ ফাইল ডাউনলোড করে ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রিন্ট আউট বের করে রাখুন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.