ভাইরাল খবর
হিন্দু দেব-দেবীর ছবি যুক্ত কাগজে মাংস বিক্রি! গ্রেফতার বিক্রেতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ধর্মীয় অসহিষ্ণুতা ঢুকে পড়েছে উত্তরপ্রদেশের অলিতে গলিতে৷ সংখ্যালঘু সম্প্রদায় মানে আতঙ্কবাদী এমন ধারণা ছড়িয়ে পড়ছে পাড়ায় পাড়ায়৷ তবে এই ধরণে ধারণা যোগী রাজ্যে প্রথমবার নয়, এর আগে বহুবার অনেক ঘটনা উঠে এসেছে আমাদের সামনে। জোর করে জয় শ্রীরাম বলা থেকে শুরু করে কান ধরে ওঠবস, মারধর বাদ পরেনি কোন কিছুই। তবে সম্প্রতি ফের একবার সংবাদমাধ্যমের সামনে যোগী রাজ্যের কাণ্ড উঠে এল।
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগের কারণে রবিবার এক মাংস বিক্রেতাকে গ্রেফতার করল ওই রাজ্যের পুলিশ। ধৃতের নাম তালিব হোসেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বলে।
प्रकरण के सम्बन्ध में थाना सम्भल पर सुसंगत धाराओं में अभियोग पंजीकृत कर आरोपी को गिरफ्तार कर लिया गया है, अन्य वैधानिक कार्यवाही की जा रही है ।
— SAMBHAL POLICE (@sambhalpolice) July 4, 2022
উল্লেখ্য, স্থানীয় সূত্রের খবর, তালিব হুসেন তার দোকান থেকে হিন্দু দেব-দেবীর ছবি সম্বলিত একটি কাগজে মুরগির মাংস বিক্রি করছে। এই ঘটনা দেখা মাত্র স্থানীয়রা থানায় অভিযোগ জানায়। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ করা হয় তালিবের নামে। তবে এখানেই শেষ নয়, এই ঘটনার তদারকি করতে পুলিশ যখন ওই ব্যক্তির দোকানে পৌঁছায় সেখানে পুলিশের ওপর ছুরি দিয়ে আক্রমণ করে ওই মাংস বিক্রেতা। এই ঘটনার পরই গ্রেফতার করা হয় তালিবকে। তাঁর বিরুদ্ধে IPC ধারা 153-A (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা), 295-A (ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ, অবমাননা করে যে কোনও শ্রেণীর ধর্মীয় অনুভূতিকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে অভিযুক্ত করা হয়েছে। এর ধর্ম বা ধর্মীয় বিশ্বাস) এবং 307 (খুনের চেষ্টা)।