দেশের খবর
অযোধ্যা যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৭, জখম বহু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রবিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন। গুরুত্বর আহত হয়েছেন আরও ৯ জন। জখমদের দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, রাজ্যের Bahraich-Lakhimpur হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে ৩ জন মহিলাও রয়েছে। তাঁরাই সবাই টুরিস্ট বাসে করে অযোধ্যায় ঘুরতে যাচ্ছিলেন। সেই সময় বাহরিচ-লখিমপুর রাজ্য সড়কের উপর পর্যটক বোঝাই বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই উল্টে যায় বাসটি।
আরও পড়ুন: বিবাহ যোজনা প্রকল্পের টাকা নিতে অভিনব ফন্দি কংগ্রেস ছাত্রনেতার
জানা গিয়েছে, ঘটনায় সঙ্গে সঙ্গে প্রাণ হারান ১৬ জন যাত্রীর মধ্যে ৭ জন। স্থানীয় ও পুলিশের তৎপরতায় বাকিদের দ্রুত উদ্ধার করে পাঠানো হয় পার্শ্ববর্তী হাসপাতালে। এই বিষয়ে রাজ্যের অ্যাডিশনাল পুলিশ অফিসার জানিয়েছেন, যে জখম ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
আরও পড়ুন: মোদি সরকারের অজানা তথ্য ফাঁস করলেন ভাই প্রহ্লাদ মোদি
অন্যদিকে এই ঘটনায় মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।