বিনোদন
‘একদিন কোনও পোশাকই পরব না’, অকপটে জবাব উরফির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হট অ্যান্ড বোল্ড উরফি জাভেদ। নিজের অভিনয় ক্যারিয়ার দিয়ে তিনি যা না চর্চায় থাকেন তার থেকেও বেশি লাইমলাইট কাড়েন অদ্ভুত পোশাক ও স্টাইলের জন্য। বলিউড জুড়ে অনেকেই তাঁর অদ্ভুত পোশাক নিয়ে সমালোচনা করেছেন। তবে তাতে কিছু যায় আসে না উরফির। দু-একটা টেলিভিশন ধারাবাহিকে অভিনয়, এবং বিগবসের ঘরে একবার যাওয়ার সুযোগ পাওয়া এছাড়া উরফির ঝুলিতে তেমন কিছু নেই।
বাড়ি থেকে বেরনো মাত্রই উরফিকে ঘিরে ধরে পাপারাৎজিরা। গত বুধবারও একই ঘটনা ঘটেছে। পাপারাজ্জিদের সঙ্গে আলাপকালে উরফি বলেন, একদিন আমি পোশাক পরব না। কি আশ্চর্য ভাই সব পোশাকই চমক। দর্শকদের চমকে দিতে হবে এটা আমার মাথায় নেই। আমি যা পছন্দ করি তাই পরি।’ সংক্ষেপে, উরফি জাভেদ বিদ্বেষীদের উপযুক্ত জবাব দিয়েছেন। এর পরই ফের শুরু হয় উরফির এই মন্তব্যকে ঘিরে আলোচনা।
সম্প্রতি টপলেস অবস্থায় নজর কেড়েছেন সকলের। অঙ্গে নেই একফালি সুতো। খবরের কাগজ দিয়েই নিজেকে আড়াল করলেন অভিনেত্রী। কাগজ দিয়েই ঢাকলেন নিজের উর্ধাংশ। নিজের সাহসী ছবিতে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ বাড়ালেন তিনি। বেশির ভাগ সময়েই উরফিকে দেখা যায় অদ্ভুত সব পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়তে। কখনও অনাবৃত উর্ধাঙ্গ। আবার কখনও প্যান্ট কেটে টপ বানিয়ে পরে চলে আসছেন মাঝ রাস্তায় বা শপিং মলে। সেখানেই চলছে ফটোশ্যুট। কখনও চলে যাচ্ছেন বস্তি এলাকায়। সেখানে মানুষ তাঁকে ঘিরে ধরছে। আর এসব করেই নিজের প্রোফাইলের রিচ বাড়াচ্ছেন এই নায়িকা।