দেশের খবর
প্রার্থী হচ্ছেন না পাওয়ার, ফারুক আব্দুল্লা ও গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব মমতার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন না শরদ পাওয়ার। বুধবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিরোধী শিবিরের বৈঠকে সর্বসম্মতিক্রমে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হয়। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন পাওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, প্রার্থী হওয়ার বিষয়টি তাঁরা শরদ পাওয়ারের ওপরই ছেড়ে দিয়েছেন। বৈঠকে উপস্থিত বাকি দলেরাও তাঁর সঙ্গে কথা বলবেন। যদি তিনি রাজি না হন, তাহলে আবারও বিরোধী শিবিরের বৈঠক ডাকা হবে। সেই বৈঠকে আলোচনার পরই রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। এদিনের এই বৈঠকের সভাপতিত্ব করেন শরদ পাওয়ার।
বৈঠকের পরে জানা গিয়েছে, এদিনের বৈঠকে শরদ পাওয়ার ছাড়াও ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপালকৃষ্ণ গান্ধীর নামও প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শরদ পাওয়ার রাজি না হলে গোপালকৃষ্ণ গান্ধী এবং ফারুক আব্দুল্লার মধ্যে যে কোনও একজনকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করার ইচ্ছা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক মহলের ধারণা, ফরুক আব্দুল্লা যেহেতু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন, তাই তাঁকে প্রার্থী করা হলে লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘুদের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা দেওয়া যাবে। আবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনই গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো। ২০১৭ সালের উপরাষ্ট্রপতি নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাই তাঁর নাম নিয়ে বিরোধীদের খুব একটা আপত্তি থাকবে না। তৃণমূল সূত্রে খবর, গোপালকৃষ্ণ গান্ধী ইতিমধ্যেই ইতিবাচক সাড়া দিয়েছেন।
বিরোধী দলগুলোর মধ্যে আরও একটি বৈঠক হবে বলে এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করেই সেই বৈঠকের তারিখ, স্থান শরদ পাওয়ার ঠিক করবেন বলে জানা গিয়েছে। বিরোধী দলগুলোকে নিয়ে ‘ক্যালেন্ডার অফ প্রোগ্রামস’ তৈরি করতেও চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচন মিটে গেলেও ২৪এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সমস্ত বিরোধী দলগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ রাখতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।
এদিনের এই বিরোধী শিবিরের বৈঠকে টিআরএস, আকালি দল, বিজেডি, আপ ও এসডিএফ ছাড়া বাম, কংগ্রেস সহ ১৭টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দু-একটি দল বৈঠকে আসেনি। তাদের হয়তো অন্য কোনও কারণ রয়েছে। অথবা তাদের অন্য কোনও কাজ আছে। বৈঠকে আমরা সর্বসম্মতভাবে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করেছিলাম। তিনি রাজি থাকলে, সকলে তাঁকে সমর্থন করবে। তিনি প্রার্থী হতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তিনি যদি রাজি না থাকেন, তাহলে যৌথভাবে আলোচনার ভিত্তিতে একজনকে প্রার্থী করা হবে। এবং অন্যরা তাঁকে সমর্থন করবে।’