বাংলার খবর
উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণ! পাশ করানোর দাবিতে পথ অবরোধ পড়ুয়াদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য। ফেল করা পড়ুয়াদের পাশ করানোর দাবিতে পথ অবরোধ।
সপ্তাহের প্রথম দিনে চুঁচুড়া ঘড়ির মোড় অবরোধ করে বিক্ষোভে সামিল হয় উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা। জানা গিয়েছে, চুঁচুড়া শহরের বেশকিছু ছাত্র-ছাত্রী এ-বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
জানা গিয়েছে, এদিন হুগলির দেশবন্ধু গার্লস নারী শিক্ষা মন্দির, জ্যোতিষ চন্দ্র বিদ্যাপীঠ সহ বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা অবরোধে সামিল হয়। দিনের ব্যস্ত সময়ে শহরের প্রাণ কেন্দ্রে অবরোধের জেরে বিশাল যানজট তৈরি হয়।
আরও পড়ুন: মেট্রো ডেয়ারি মামলায় সিবিআই নয়, অধীর চৌধুরীর আবেদন খারিজ হাইকোর্টের
পড়ুয়াদের পথ অবরোধের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় চুঁচুড়া থানার পুলিশ। তাঁরা গিয়ে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করেন। যদিও অবরোধের বিষয়ে দেশবন্ধু গার্লস স্কুলের এক ছাত্রী জানায়, সে প্রথম বিভাগে পাশের নম্বর পেয়েছে কিন্তু ইংরেজিতে ফেল করেছে। যারা ফেল করেছে তারা বেশির ভাগ ইংরেজিতে পাশ নম্বর পায়নি। ইতিহাসেও ফেল করেছে অনেকে।
দীর্ঘ করোনা অতিমারি পর্ব কাটিয়ে দু’বছর বাদে এবছর হোম সেন্টারেই উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছে। পরীক্ষা শুরুর কিছুদিন আগে রাজ্যে সমস্ত স্কুল খুলে দেওয়া হয়েছিল। যার ফলে স্কুলে গিয়ে সেভাবে পড়াশোনা করতে পারেনি ছাত্র-ছাত্রীরা। এদিকে ফল ঘোষণার পর দেখা যায় অনেকে পাশ করতে পারেনি। যার ফলে অকৃতকার্য পড়ুয়াদের পাশ করাতে বিক্ষোভ শুরু হয় বিভিন্ন জায়গায়।
আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানায় খাঁচা থেকে পালাল শিম্পাঞ্জি! বাগে আনতে ঘুমপাড়ানি গুলি
অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায়, প্রতিবাদে এদিন বারাসতে ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রিয়নাথ গার্লস স্কুলের ছাত্রীরা। তাদের দাবি, প্রত্যেককে পাশ করাতে হবে৷ বারাসত বনমালীপুর এলাকায় ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তাদের পাশ করানোর দাবি জানায় তারা৷ ৪০ জনের বেশি ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেনি বলে দাবি৷ সেই কারণে পথ অবরোধে সামিল হয় তারা।