বাংলার খবর
জল নেওয়াকে কেন্দ্র করে অশান্তি, যুবকের শাবলের আঘাতে মৃত্যু যুবতীর!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : নতুন বছরের শুরুতেই সাতসকালে যুবকের হাতে যুবতী খুনের অভিযোগ। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর থানার পুনিয়াজোল গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার বাম লক্ষী পাল (১৮)। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শনিবার সকালে গ্রামের নলকূপে জল নেওয়াকে কেন্দ্র করে গ্রামের যুবক কুশ বাগের সঙ্গে বচসা হয় লক্ষী পাল নামে এক যুবতীর। অভিযোগ, গ্রামের ওই যুবক বাড়ি থেকে শাবল নয়ে এসে লক্ষীর ঘাড়ে ও মাথায় বেপোরোয়া ভাবে আঘাত করেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বছর ১৮-এর লক্ষী। তাঁকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে কোতুলপুর গোগড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করে।
ঘটনার পরে চম্পট দেয় অভিযুক্ত যুবক। কোতুলপুর থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছে মৃতার পরিবার। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। জল নেওয়াকে কেন্দ্র করেই এই ঘটনা, না কি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ! তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ। অভিযুক্তের বাবা ও মাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।