নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে, আইনজীবীকে এজলাস ছাড়া করতে ডাকা হল শেরিফ! অলচিকি শিক্ষক মামলা খারিজ
Connect with us

বাংলার খবর

নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে, আইনজীবীকে এজলাস ছাড়া করতে ডাকা হল শেরিফ! অলচিকি শিক্ষক মামলা খারিজ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এসএসসি তে নিয়োগের দুর্নীতি জট যতই খোলার চেষ্টা করুক আদালত, জট যেন আরও পাকিয়ে যাচ্ছে। এসএসসি তে নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতি সামনে আসছে। কয়েকদিন আগেই এসএসসি গ্রুপ ‘ডি’ নিয়োগ মামলায় সিবিআই তদন্তের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।

সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার । এরপর ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্ত বাতিল করে দেয়। গ্রুপ ‘সি’ নিয়োগে দুর্নীতির মামলাও বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টে। আজও কলকাতা হাইকোর্টে এসএসসি-এর অলচিকি তথা সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার শুনানি ছিল। এই ঘটনাকে ঘিরে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল কলকাতা হাইকোর্ট। শুনানি চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি করেন এসএসসি-এর আইনজীবী চপলেশ বন্দ্যোপাধ্যায়। তার পরই তাঁকে এজলাস ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আদালতের কাজ সুস্থভাবে চালাতে বাঁধা দিচ্ছেন আইনজীবী।

এই নিয়ে বিচারপতির সঙ্গে এসএসসি-র আইনজীবীর বাক-বিতণ্ডা এতটাই চরমে ওঠে যে পরিস্থিতি সামাল দিতে শেরিফকে ডাকেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও শেরিফ আসার আগেই দ্রুত এজলাস ছেড়ে বেরিয়ে যান আইনজীবী। তিনি বেরিয়ে গেলে শুনানি শুরু হয়। অলচিকি ভাষায় প্রায় চারশো জন শিক্ষক নিয়োগ হয়েছিল। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে এসএসসি আইনজীবী সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এরপর এসএসসি সচিবকে তলব করেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি সচিবের উত্তরে সন্তুষ্ট হয়ে অলচিকি বিষয়ে শিক্ষক নিয়োগের মামলা খারিজ করে দেন বিচারপতি।

Advertisement