কুসংস্কারের থাবা! ভূতে ধরেছে দাবি তুলে নাবালিকা ছাত্রীর ওপর ওঝার অত্যাচার
Connect with us

বাংলার খবর

কুসংস্কারের থাবা! ভূতে ধরেছে দাবি তুলে নাবালিকা ছাত্রীর ওপর ওঝার অত্যাচার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের কুসংস্কারের থাবা। এবার সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে ভূতে ধরেছে দাবি তুলে তার উপর ওঝা গুনিনের চলল অকথ্য অত্যাচার। বাধা দিতে গিয়ে ওঝা ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ল বিজ্ঞান মঞ্চের সদস্যরাও। 

বুধবার ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ার মেজিয়া থানার রামচন্দ্রপুর গ্রামের বাউরী পাড়ায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যে থেকে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে মেজিয়া থানার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা তেলেন্ডি পুরুনিয়া হাইস্কুলের সপ্তম শ্রেনীর এক ছাত্রী। ছাত্রীকে ভূতে ধরেছে এই আশঙ্কায় ছাত্রীর পরিবারের লোকজন তলব করে বেলিয়াতোড় থানার গদারডিহি এলাকার এক মহিলা ওঝাকে।

আরও পড়ুন: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় যুবক

Advertisement

এদিন সকালে ওই মহিলা ওঝা দুই পুরুষ সহযোগীকে সঙ্গে নিয়ে রামচন্দ্রপুর গ্রামে যায়। ছাত্রীর বাড়ির অদূরে শুরু হয় পুজা অর্চনা। ভূত তাড়ানোর নামে ছাত্রীর উপর অকথ্য অত্যাচার চলতে থাকে বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়ে ওই গ্রামে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীরা।

আরও পড়ুন: Breaking News: ফ্লাট থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের ঝুলন্ত দেহ উদ্ধার

গ্রামবাসীদের বুঝিয়ে তাঁদের ওঝার কবল থেকে মুক্ত করার চেষ্টা করলেও ওই ওঝা, তাঁর সহযোগী এবং গ্রামবাসীরা একত্রিত ভাবে বিজ্ঞান মঞ্চের কর্মীদের লক্ষ করে ব্যাপক গালিগালাজ করে বলে অভিযোগ। বিজ্ঞানমঞ্চের তরফে মেজিয়া থানার পুলিশকে খবর দেওয়া হলে মেজিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনোক্রমে বিজ্ঞান মঞ্চের কর্মীদের গ্রাম থেকে উদ্ধার করে। বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি ছাত্রীর পরিবার ও গ্রামের বাসিন্দারা।

Advertisement