কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ইতিহাস গড়ল ভারত, টিকাকরণে ২০০ কোটির মাইলস্টোন ছুঁল দেশ
Connect with us

দেশের খবর

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ইতিহাস গড়ল ভারত, টিকাকরণে ২০০ কোটির মাইলস্টোন ছুঁল দেশ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এখনও অতীত হয়নি করোনা অতিমারি। সংক্রমণের ভীতি কাটিয়ে অদৃশ্য এই ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে Covid19 ভ্যাকসিন। দেশজুড়ে গণটিকাকরণে আরও একবার ইতিহাস রচনা করল ভারত। মোট ২০০ কোটি ভ্যাকসিনের (200 Crore Vaccination) ডোজ দেওয়া হল দেশে।

করোনা মোকাবিলায় অনন্য এই নজির নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি টুইটে বলেন, “ভারত আবার ইতিহাস রচনা করল। ২০০ কোটি ভ্যাকসিনের ডোজ (200 Crore Vaccination Dose) সম্পন্ন হওয়ায় সকল ভারতবাসীকে শুভেচ্ছা জানাই। যারা যারা এই কর্মযজ্ঞে সামিল ছিলেন তাঁদের সকলকে অভিনন্দন। এত দ্রুত সময়ের মধ্যে এই রেকর্ড অর্জন করা সত্যিই প্রশংসনীয়। কোভিড অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে এই নজির আমাদের আরও উদ্বুদ্ধ করবে।”

মাত্র আঠারো মাসের মধ্যে এই ২০০ কোটি কোভিড টিকাকরণ সম্পন্ন করে রেকর্ড গড়েছে ভারত। রবিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া। ভারতের এই রেকর্ডে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। রবিবার সকাল থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: শহিদ দিবসে যোগ দিতে রায়গঞ্জ থেকে সাইকেল চালিয়ে কলকাতায় আসছেন ৭ তৃণমূল কর্মী

Advertisement

রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানায়, রেকর্ড গড়ার লক্ষ্যমাত্রা থেকে মাত্র কয়েক ধাপ পিছিয়ে রয়েছে ভারত। এরপরই বেলায় কেন্দ্রের তরফে টুইট করে এই মাইলস্টোনের কথা ঘোষণা করা হয়। ভারতের মতো আর কোনও দেশ এত দ্রুততার সঙ্গে এত পরিমাণ টিকাকরণ সম্পন্ন করতে পারেনি বলেই সগর্বে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

Advertisement

২০২১ সালের ১৭ সেপ্টেম্বর আরও এক রেকর্ড গড়েছিল ভারত। ১৭ সেপ্টেম্বর টিকা পেয়েছিলেন দেশের ২ কোটি ৫০ লাখ ১৬৬ নাগরিক। যা বিশ্বরেকর্ড তৈরি করেছিল। একদিনে আড়াই কোটি দেশবাসীকে টিকা দিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল ভারত।