ভাইরাল খবর
এক বছরের রিচার্জ মাত্র ৮৯৫ টাকায় থাকছে আনলিমিটেড কল এবং ডেটা! তাছাড়াও এই প্ল্যানে রয়েছে আরও অনেক কিছু
জিও ব্যবহারকারীদের জন্য নতুন প্ল্যানের ঘোষণা করা হয়েছে, যেখানে সারা বছরের জন্য আনলিমিটেড কলসহ ইন্টারনেট এবং নানান অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে

ডিজিটাল ডেস্ক : জিও (Jio Plan 2023) আপনাদের কাছে নিয়ে এসেছে এক ধামাকাদার নতুন অফার। আগে যেখানে বছরে আপনাকে রিচার্জ করতে লাগতো ২৫৪৫ থেকে ২৯৯৯ টাকা পর্যন্ত। তারপরে আবার সব ধরনের প্ল্যানে একই রকম সুবিধা পাওয়া যেত না। কিন্তু এবার জিও (jio)গ্রাহকদের জন্য, এইবার আপনি এক বছরের রিচার্জ পেয়ে যাবেন মাত্র ৮৯৫ টাকায় । জিও ব্যবহারকারীদের জন্য নতুন প্ল্যানের ঘোষণা করা হয়েছে, যেখানে সারা বছরের জন্য আনলিমিটেড কলসহ ইন্টারনেট এবং নানান অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে।
আরও পড়ুন – যৌন ক্ষমতা বৃদ্ধি করতে যে যে খাবার প্রতিদিন খাওয়া উচিত
আরও পড়ুন – পয়লা এপ্রিলেই এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে দিল সরকার, দেখে নিন আপনার শহরের গ্যাসের দাম
চলুন দেখে নেওয়া যাক কি কি সুবিধা রয়েছে ৮৯৫ টাকার প্লেনে আপনি পেয়ে যাবেন, আনলিমিটেড কলের সুবিধা এবং ২৪ জিবি ডেটা। তবে এখানে ২৪ জিবি ডাটা আপনি একবারে পাবেন না। মাস অনুযায়ী পাবেন আপনি আপনার ব্যবহার করার জন্য ডেটা, ২৮ দিন হিসেব করে মাসের প্রথম দিনে আপনি আপনার 2 জিবি ডেটা পাবেন। আর সাথে রয়েছে প্রতিদিন পঞ্চাশটি করে এসএমএস করবার সুবিধা।
তাছাড়া আরো সুবিধা রয়েছে যেমন jiotv,জিও সিনেমা ও জিও সিকিউরিটির মতো সাবস্ক্রিপশন। আর এই সুবিধাটি শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীরাই পাবেন। অন্য কোম্পানির স্মার্টফোনের জন্য কিন্তু আপনাকে সেই আগের মতই টাকা দিয়ে রিচার্জ করতে হবে।