বাংলার খবর
দুই মলাটে ধরা পরল মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানা কাহিনী, বইমেলায় প্রকাশিত হল ‘অন্য মমতা’

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলেই চেনেন ও জানেন। কিন্তু তার বাইরেও অন্য এক মমতা আছেন। সেই মমতা আজও অনেকের কাছেই অজানা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অচেনা ও অজানা গল্পগুলোই ধরা পড়ল দুই মলাটের মধ্যে। সোমবার ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানা কাহিনী সংকলিত বই ‘অন্য মমতা’।
কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বইটি প্রকাশ করেছেন রায়গঞ্জের বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ কল্যাণী। এই বই বিক্রি থেকে প্রাপ্ত অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হবে বলে জানিয়েছেন কৃষ্ণ কল্যাণী। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, বাংলাদেশ সরকার ও হাইকমিশনের পাশাপাশি বিশিষ্ট কবি, সাহিত্যিক-সহ অনেকেই।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানা তথ্যের পাশাপাশি এই বইয়ে তাঁর বিভিন্ন সময়ের বেশ কিছু দুর্লভ ও দুষ্প্রাপ্য ছবিও রয়েছে। যা বইটিকে আরও সমৃদ্ধ করেছে। চিত্রশিল্পী, কবি, সাহিত্যিক, নাট্যকার, রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজকর্মী, সংস্কৃতি জগৎ-সহ সমাজের সর্বক্ষেত্রের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি কলম ধরেছেন এই বইয়ে। চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, কবি জয় গোস্বামী, মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাংবাদিক কিংশুক প্রামাণিক, মন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু, সাংসদ মালা রায়, অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়া, সাংবাদিক তরুণ গোস্বামী, সাহিত্যিক ও প্রকাশক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সাহিত্যিক আবুল বাশার, গায়ক কবীর সুমন, অভিনেত্রী ও পরিচালক সুদেষ্ণা রায়, সমাজকর্মী অনন্যা চক্রবর্তী, চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, নাট্যকার তথা রাজনীতিবিদ অর্পিতা ঘোষের লেখা বইটিকে অনন্য করে তুলেছে।
ট্রাইব টিভিতে অনুষ্ঠিত ‘অন্য মমতা- দ্য আনটোল্ড স্টোরি অব মমতা’ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অজানা দিকগুলোকে দর্শকদের সামনে তুলে ধরেছেন এই বিশিষ্ট গুণীজনেরা। বিভিন্ন সময়ে তাঁদের দেওয়া সেই একান্ত সাক্ষাৎকারগুলোই এবার ‘অন্য মমতা’ বই আকারে রাজ্যবাসীকে উপহার দিলেন ট্রাইব টিভির কর্ণধার কৃষ্ণ কল্যাণী। বইটি বাংলায় প্রকাশিত হলেও ভবিষ্যতে হিন্দি ও ইংরাজিতেও প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকাশক কৃষ্ণ কল্যাণী। এবং এই বই বিক্রি থেকে প্রাপ্ত অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হবে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানা দিকগুলোকে নিয়ে এই ধরণের বই বাংলায় এই প্রথম। এই বইটি প্রকাশে বিশেষভাবে সাহায্য করেছে পারুল প্রকাশনী। বইমেলায় পারুল প্রকাশনীর ১৫০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে ‘অন্য মমতা’।