মিড ডে মিলের সময় অস্বাভাবিক মৃত্যু মহিলার
Connect with us

বাংলার খবর

মিড ডে মিলের সময় অস্বাভাবিক মৃত্যু মহিলার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তালডাংরায় মি ডে মিলের রান্না করার সময় মৃত্যু হল এক স্বনির্ভর গোষ্ঠীর মহিলার। স্তব্ধ স্কুল চত্বর। জানা গিয়েছে, স্কুলে মিড ডে মিলের রান্না করার সময় হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু হল এক স্বনির্ভর গোষ্ঠীর মহিলার। ৫৭ বছর বয়সী মৃত মহিলার নাম অবলা পরামানিক। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তালডাংরার তাতিডাঙ্গা গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় তালডাংরা থানার তাতিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে অন্যান্য দিনের মতো কাঠের উনুনে একাই মিড ডে মিলের রান্না করছিলেন বারমেস্যা গ্রামের বাসিন্দা অবলা পরামানিক। কিন্তু রান্না করার সময় হঠাৎই তিনি মাটিতে লুঠিয়ে পড়েন ।

ঘটনাটি দেখে বিদ্যালয়ের এক শিক্ষক তড়িঘড়ি অবলা দেবীকে নিয়ে যায় তালডাংরা ব্লক হাসপাতালে, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর ওনাকে মৃত বলে ঘোষনা করেন এবং পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। স্থানীয়দের অনুমান স্কুলে কাঠের উনুনে রান্নার সময় স্টোক হয়ে মৃত্যু হয়েছে তাঁর। অন্যদিকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তালডাংরা থানার পুলিশ ।

Advertisement