লাইফ স্টাইল
স্লীভলেস পোশাক পরতে অস্বস্তি, রইলো কালো দাগ দূর করার কয়েকটি ঘরোয়া টিপস

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বর্তমানে মহিলারা নানা রকমের ফ্যাশনেবল পোশাক পড়েন। তার মধ্যে স্লীভলেস পোশাক তো আছেই। কিন্তু অনেক সময় আন্ডার আর্মসের কালো দাগ বা কালো ছোপ স্লীভলেস পোশাক পড়াতে অস্বস্তি তৈরী করে। কিন্তু এখন আর চিন্তার কারণ নেই ,এমন কয়েকটি ঘরোয়া সমাধান আছে যেগুলি মেনে চললে আন্ডার আর্মসের কালো দাগ-ছোপ হবে দূর। আসুন দেখে নি কিভাবে কালো দাগ করা যাবে দূর –
১) লেবু
লেবুতে থাকা আসিড আন্ডার আর্মসের কালো দাগ দূর করাতে ভালো ফল দেয়। স্নানের আগে যদি এক টুকরো লেবু কালো দাগের ওপর ভালো করে ঘষে দেওয়া হয় তাহলে অস্বস্তিকর কালো দাগ দূর হতে পারে।
২) টুথ-পেস্ট ,বেকিং সোডা ,মধু
এই কালো দাগ দূর করার ক্ষেত্রে লেবুর সঙ্গে টুথ-পেস্ট ,বেকিং সোডা ও মধু দিয়ে বানানো পেস্টও কিন্তু উপকারী। ১ টেবিল চামচ লেবুর রস ,সাদা টুথ পেস্ট অল্প ,১ টেবিল চামচ মধু আর ১ টেবিল চামচ বেকিং সোডা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কালো দাগের ওপর ভালো করে ঘষে কমপক্ষে আধা ঘন্টা লাগিয়ে রাখার পর ধুয়ে ফেললে ফলাফল নজরে আসবে।কালো দাগ অনেকটাই দূর হয়েছে সেটা চোখে পড়বে।
৩) চিনি
লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে নিয়ে সেই মিশ্রণটি ভালো করে কালো দাগের ওপর লাগান। এই পদ্ধতিটি এক সপ্তাহ করলে ভালো ফল দেখতে পাবেন।
৪) আলোভেরা
রাত্রে শুতে যাবার আগে আলোভেরা জেলের মধ্যে একটি ভিটামিন ই র ট্যাবলেট মিশিয়ে সেই মিশ্রণটি কালো দাগের ওপর ভালো করে লাগিয়ে রেখে দিন। এই পদ্ধতিও কালো দাগ দূর করতে ভালো কাজ করে।
৫) কফি
কফি কিন্তু ভালো স্ক্রাবের কাজ করে। তাই কফির সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে লাগিয়ে ফেলুন কালো দাগের ওপর। আধা ঘন্টা মতো মিশ্রণটি লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলুন। কালো দাগ অনেকটাই দূর হয়েছে তা দেখতে পাবেন।