বাংলার খবর
বাড়ি ফাঁকা পেয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, কাঠগড়ায় জেঠু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হোলির মধ্যেই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার জেঠু! সবাই যখন ব্যস্ত বসন্ত উৎসবের আনন্দ উপভোগ করতে, ঠিক সেই সময়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তার জেঠুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা সবং ব্লকের বলরামপুর গ্রামে। আর এই নক্কারজনক ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামের বাসিন্দারা। অভিযুক্ত জেঠুর যথাযোগ্য শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গ্রামের পাশের মন্দিরে যখন পুজো চলছে সেখানে সকলেই আনন্দে উৎসব পালন করছিলেন। ঠিক সেই সময়ে, মাত্র ছয় বছর বয়সী নাবালিকাকে নিগ্রহ করার অভিযোগ ওঠে তার জেঠুর বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম অনুপ মল্লিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, মন্দিরের আনন্দ উৎসবের সময় বাড়ির সকলে কাজে ব্যস্ত থাকায় সেই সুযোগে ওই নাবালিকাকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটায় অভিযুক্ত ওই ব্যক্তি।
আরও পড়ুন: শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার প্রৌঢ়
জানা গিয়েছে, এর কিছুক্ষণ পর ওই মেয়েটির মা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। যদিও পড়ে তিনি পাড়ার কয়েকটি মেয়ের কাছ থেকে জানতে পারেন যে, মেয়ে তার জেঠুর সঙ্গে তার বাড়িতে গিয়েছে।
আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে ঘরে ফিরল যুবকের নিথর দেহ, মর্মান্তিক ঘটনা তারকেশ্বরে
অভিযোগ, জেঠুর বাড়িতে গিয়ে নির্যাতিতার মা চমকে যান অভিযুক্ত জেঠু এবং তার মেয়েকে আপত্তিকর অবস্থায় দেখে। ঘটনায় হতচকিত হয়ে নির্যাতিতার মা চিৎকার করে উঠলে সঙ্গে সঙ্গে পাড়ার লোকজন অভিযুক্তের বাড়িতে গিয়ে পৌঁছয়। তারপরই ধৃত ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই থানায় ফোন করে ঘটনার খবর জানালে পুলিশ এসে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে। শুধু তাই নয়, গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ।