আন্তর্জাতিক
মায়ের জন্য ওষুধ কিনে ফেরা হল না ঘরে, রুশ হামলায় মর্মান্তিক পরিণতি তরুণীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা ১৭ দিন গড়িয়ে ১৮ দিনে পড়েছে দুই দেশের সংঘাত। একাধিকবার যুদ্ধ বিরতির কথা ঘোষণা করলেও এখনই যুদ্ধের সমাপ্তি চান না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। এমন কঠিন পরিস্থিতিতে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের (Ukraine) করুণ অবস্থা। চারিদিকে ধোঁয়া গোলাগুলি আর কান পাতলেই শোনা যাচ্ছে মুহুর্মুহ মিসাইল বর্ষণ আর সাইরেনের শব্দ। অজানা আতঙ্ক আর উদ্বেগকে সঙ্গী করে প্রাণে বাঁচতে ইতিমধ্যে দেশ ছেঁড়ে পালিয়েছেন বহু ইউক্রেনীয় নাগরিক।
অনেকেই আবার আশ্রয় নিয়েছেন অন্ধকার বাঙ্কারে। এমন কঠিন পরিস্থিতিতে যুদ্ধ বিধ্বস্ত দেশে ঘর থেকে বেরিয়ে মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে আর ঘরে ফেরা হল এক ইউক্রেনীয় তরুণীর। ভালেরিয়া মাকসেটস্কা নামের বছর ৩১-এর ওই তরুণী ইউক্রেনের কিভ শহরের বাসিন্দা।
জানা গিয়েছে, শনিবার তাঁর অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়ে রুশ সেনাবাহিনীর হাতে নিহত হয় সে। ঘটনায় কিভের ওই গ্রামে রাশিয়ান ট্যাংকারের হামলায় প্রাণ হারিয়েছেন তাঁর মা এবং গাড়ির ড্রাইভারও। ভ্যালেরিয়া মাকসেটস্কা, যিনি একজন প্রশিক্ষিত চিকিত্সক ছিলেন। স্থানীয়দের সাহায্য করার জন্য রাশিয়া আক্রমণ করার পরেও ইউক্রেনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এদিন মায়ের ওষুধ ফুরিয়ে যাওয়ার পরই তা কিনে নিয়ে তিনি দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। যদিও তাঁর আগেই ইউক্রেনের পশ্চিম সীমান্তের কাছে রুশ হামলাই তাঁর গাড়ির ড্রাইভার সহ সকলেই নিহত হন।
আরও পড়ুন: ফের চিনে করোনার থাবা, জারি করা হচ্ছে কঠোর লকডাউন
আন্তর্জাতিক সংবাদ সংস্থা ডেইলি মেলে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, ভ্যালেরিয়া মাকসেটস্কা United States Agency for International Development-এর সঙ্গে কাজে যুক্ত ছিলেন। এদিন USAID-এর তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ওই তরুণীর মৃত্যুতে একটি বিবৃতিতে সামান্থা পাওয়ার বলেন, ”আমি ভ্যালেরিয়া মাকসেটস্কার জন্য গর্বিত। ইউক্রেনীয়, প্রিয় ইউএসএআইডি বাস্তবায়নকারী অংশীদার এবং উজ্জ্বল, সামাজিক সংহতি গড়ে তোলা এবং ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য সহানুভূতিশীল নেতা – এর মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত। তিনি তাঁর ৩২ তম জন্মদিনের আগেই রাশিয়ান সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছেন।
আরও পড়ুন: বিলেতের মাটিতে বাংলার জয়, রেল সাইনবোর্ডে বাংলায় লেখা হল স্টেশনের নাম
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। টানা ১৮ দিন ধরে চলছে এই যুদ্ধ। দুই দেশের এই সংঘাতে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন বহু ইউক্রেনীয় নাগরিক। রাশিয়ার (Russia) হাত থেকে বাঁচতে দেশ ছেঁড়ে শরণার্থী হয়ে যাচ্ছেন প্রচুর ইউক্রেনীয়। যদিও দুই দেশের এই হানাহানিতে ইতিমধ্যে রাশিয়ার ১২ হাজার সেনা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন প্রশাসন।