কয়েক হাজার মাইল দূরে বেঁধেছে যুদ্ধ, ঘরে বসে দেশের জন্য মন আনচান কাশ্মীরি বধূর
Connect with us

দেশের খবর

কয়েক হাজার মাইল দূরে বেঁধেছে যুদ্ধ, ঘরে বসে দেশের জন্য মন আনচান কাশ্মীরি বধূর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যুদ্ধ বেঁধেছে ভারত থেকে কয়েক হাজার মাইল দূরে অবস্থিত রাশিয়া-ইউক্রেনের মধ্যে(Russia-Ukraine)। গত দশদিন ধরে সংবাদমাধ্যমের প্রধান আলোচ্য বিষয়ই হল রুশ-ইউক্রেন দ্বন্ধ। আর এই দুই দেশের দ্বন্ধে মহা বিপাকে পড়েছেন যেমন সেদেশে আটকে থাকা বহু ভারতীয়রা। তেমনই ভারতে বসে ইউক্রেনে থাকা পরিবার-পরিজনদের জন্য উৎকণ্ঠায় ভুগছেন ইউক্রেনের নাগরিক তথা কাশ্মীরি গৃহবধূ।

জানা গিয়েছে, বছর পাঁচেক আগে ভালোবাসার টানে সুদূর ইউক্রেন থেকে এদেশে এসে কাশ্মীরি (Kashmir) এক ব্যবসায়ীকে বিয়ে করেন আলিজা। তারপর থেকে এদেশেই স্থায়ীভাবে রয়ে গিয়েছেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারির আগে পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু ইউক্রেনের আকাশে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই কাশ্মীরের বাড়িতে থেকেও রাতের ঘুম উড়েছে আলিজা ওরফে আয়শার।

কারণ, দেশের বাড়ি ইউক্রেনে (Ukraine) যে তাঁর বাবা-মা, ভাইবোন ও অন্যান্য পরিজনেরা রয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশে কি অবস্থায় তাঁরা দিন কাটাচ্ছেন তা ভেবেই চোখ জলে টসটস করে উঠছে আয়শার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। এই অবস্থায় দেশের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য প্রার্থনা করলেন তিনি

Advertisement

এদিন একটি চিঠিতে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে চলা এই জটিল অবস্থার যাতে দ্রুত নিস্পত্তি ঘটে তার সমাধান চেয়ে রুশ-ইউক্রেনের মধ্যে মোদিকে মধ্যাস্থতা করার অনুরোধও করেছেন তিনি।

প্রসঙ্গত, দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হতেই ইউক্রেনবাসীর সঙ্গে সঙ্গে প্রতি মুহুর্তে আতঙ্কের প্রহর কাটাচ্ছেন সেদেশে থাকা বহু ভারতীয় এবং অন্যান্য বিদেশি নাগরিকরা। বন্ধ ইউক্রেন এয়ারপোর্ট। তাপমাত্রা হিমাঙ্কের নীচে। এই অবস্থায় পায়ে হেঁটেই ইউক্রেন ছাড়ছেন বহু বিদেশি নাগরিকরা।

প্রায় ৫০ কিলমিটার পথ পাড়ি দিয়ে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি হয়ে দেশে ফেরার চেষ্টা করছেন তাঁরা। যদিও ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দেশে ফেরানো হয়েছে বহু ভারতীয়কে। বাকিদেরও ভারতীয় দূতাবাস এবং কেন্দ্রের তরফে দ্রুত যাতে দেশে ফেরানো যায় তার প্রচেষ্টা চালানো হচ্ছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.