ন্যাটোর সদস্য পদে আগ্রহী নয় ইউক্রেন, আলোচনায় বসতে রাজি
Connect with us

আন্তর্জাতিক

ন্যাটোর সদস্য পদে আগ্রহী নয় ইউক্রেন, আলোচনায় বসতে রাজি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১৪ দিন ধরে যুদ্ধ চলছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। এই যুদ্ধের ফলে সারা বিশ্বজুড়ে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেন। কিয়েভ, খারকিভ, সামির মতো শহরগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বুধবার ১৪ তম দিনে পড়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের দুর্দশা দেখে রীতিমতো ক্লান্ত ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার রাতে তাঁর কথায় তেমনই আভাস মিলেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি জানিয়েছেন, ন‌্যাটো গোষ্ঠীতে যোগ দেওয়ার জন‌্য তাঁর দেশ উৎসাহ দেখিয়েছিল। তা থেকে আপাতত তাঁরা পিছিয়ে আসছেন।

যুদ্ধ থামাতে আলোচনায় বসতে রাজি ইউক্রেন। সেই সঙ্গে জেলেনস্কি জানান, তিনি বুঝে গিয়েছেন, ন্যাটো রাশিয়াকে চটাবে না। তাই ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে তিনি কোনও জোরাজুরি করবেন না। শুধু তাই নয় রুশপন্থী দু’টি এলাকা-ডনেৎস্ক ও লুহানস্ক নিয়েও সমঝোতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি।

Advertisement

আরও পড়ুন: বাথরুমের জল খেয়েই কেটেছে দিন, বাড়ি ফিরেও আতঙ্কের প্রহর কাটছে না রুপমদের

অন্যদিকে, ফের ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। পুতিন সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে নিরাপদে ইউক্রেন ছেড়ে বেরিয়ে যেতে পারেন, সেকারণে মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিয়েভ, চেরনিভ, সামি, খারকিভ, মারিউপোল, জাপোরিজ্জিয়ায় ইউক্রেনীয়দের পাশাপাশি আটকে পড়েছেন অন্য দেশের নাগরিকরাও। তাঁরা যাতে ইউক্রেন ছেড়ে নিরাপদে প্রতিবেশী দেশগুলিতে চলে যেতে পারেন সেকারণে বুধবার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: রাশিয়া থেকে ব্যাবসা বন্ধের সিদ্ধান্ত নিল কোক, পেপসি সহ একাধিক সংস্থা

Advertisement

অন্যদিকে, ইউক্রেনে রাশিয়ার আক্রমনের পর থেকেই বিভিন্ন দেশে বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে যুদ্ধ বন্ধের। কিন্তু রাশিয়া নিজের সিদ্ধান্তে অনড় থাকায় পুতিনের দেশের উপর আসতে শুরু করেছে একের পর এক নিষেধাজ্ঞা। বিভিন্ন মহল থেকে রাশিয়াকে কোনঠাসা করার চেষ্টা করছে। এবার সেই পথেই হাঁটতে শুরু করল কোকাকোলা, পেপসি, ম্যাকডোনাল্ডস সহ বিশ্ব বিখ্যাত সংস্থা।

সূত্রের খবর, রাশিয়ার ইউক্রেনে হামলার জেরে রাশিয়ায় ব্যবসা বন্ধের সিদ্ধান্ত জানাতে বাধ্য হল কোকাকোলা, পেপসি কো, ম্যাকডোনাল্ডসের মতো বহুজাতিক সংস্থা। সেদেশে ইতিমধ্যেই ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছে নেটফ্লিক্স, লিভাইজের মতো পশ্চিমী সংস্থা।

Advertisement