আন্তর্জাতিক
অসহায় অবলারা, ইউক্রেনের চিড়িয়াখানা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বন্যপ্রাণীদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যুদ্ধ বেঁধেছে দুই দেশের মধ্যে। চারিদিকে সাইরেন,মিসাইল আর বোমাগুলির শব্দে কান ঝালাপালা হওয়ার যোগার। প্রতিমুহুর্ত কাটছে আতঙ্ক আর উদ্বেগে। এই কী হয়, কী হয় অবস্থা এখন ইউক্রেনবাসীর। গত ১০ দিন ধরে রুশ হানার জেরে বেসামাল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনের ছন্দে। ঘর-বাড়ি ছেঁড়ে সীমান্ত পার করে নিরাপদে আশ্রয়ের খোঁজে অনেকেই। বিদ্যুৎগতিতে চলছে আশ্রয় শিবিরে পৌঁছনোর পালা।
যদিও দেশের এমন কঠিন পরিস্থিতিতে নিদারুণ অসহায় অবস্থা অবলা জন্তুদের। মানুষের আবেগ প্রকাশের জন্য ভাষা থাকলেও ওরা অবলা হওয়ায় খিদে-তেষ্টা বা ভীতির কথা কিছুই প্রকাশ করতে পারে না। আর এই অবস্থায় ইউক্রেনের বেশকিছু চিড়িয়াখানা থেকে পশু-পাখিদের সরিয়ে পোল্যান্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
জানা গিয়েছে, দুই দেশের যুদ্ধে অবলা এই জীবগুলো যাতে অঘোরে মারা না যায় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে ইউক্রেন থেকে একটি ট্রাকে করে ছয়টি বাঘ, ছয়টি সিংহ, একটি ক্যারাক্যালস এবং একটি আফ্রিকান ওয়াইল্ড ডগকে পোল্যান্ডের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তাপমাত্রা হিমাঙ্কের নীচে। টানা দু’দিনের যাত্রায় মাঝপথে চিড়িয়াখানায় থাকা এই বন্য জন্তুগুলির যাতে কোনও কষ্ট না হয় তার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরপর ইউক্রেন বর্ডার পার করে নিরাপদে প্রাণীগুলোকে প্রতিবেশী দেশ পোল্যান্ডে পাঠানো হয়েছে।
এদিকে অতগুলি বন্যজন্তু নিয়ে ট্রাকটি নিরাপদে পোল্যান্ড পৌঁছোতে পারবে কি-না তা নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় ছিলেন ইউক্রেনের একটি চিড়িয়াখানার মুখপাত্র। তিনি জানান, ইউক্রেন থেকে পোল্যান্ড যাওয়ার পথে মাঝ রাস্তায় ট্রাকটির সামনে একটি রাশিয়ান ট্যাঙ্ক চলে আসে। সেই থেকে খুব দুশ্চিন্তায় ছিলেন তিনি। যদিও শেষপর্যন্ত রুশ সেনার আগ্রাসনের হাত থেকে বরাতজোরে বেঁচে পোল্যান্ডের মাটি ছুঁতে পেরেছে পশুপাখি ভরতি ওই ট্রাকটি।