বাংলার খবর
Big Breaking: কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নয়, পুরোনো পদ্ধতিতেই ভর্তি হওয়া যাবে স্নাতক স্তরে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কেন্দ্রীয় অনলাইন ভর্তিতে পিছু হটল রাজ্য সরকার। আপাতত এ বছর স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয় অনলাইন পদ্ধতি অনুসরণ করা হবে না। এ বছর পুরোনো পদ্ধতিতেই ভর্তি হওয়া যাবে স্নাতক স্তরে। মঙ্গলবার উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কেন্দ্রীয় অনলাইনের পোর্টাল ঠিকমতো তৈরি করে কাজ চালু করতে এখনও মাস পাঁচ-ছয়েক সময় লাগবে। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বোর্ডের দ্বাদশ স্তরের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় অনলাইন পোর্টালে ভর্তির প্রক্রিয়া চালানো হলে সেক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় ত্রুটি থাকার আশঙ্কা উপাচার্যদের, এমনটাই জানান শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: মন্দির সংস্কারে সম্প্রীতির নজির, মুসলিম শিল্পীর তুলির টানে জীবন্ত রূপ পাচ্ছে ৩৫০ বছরের পুরোনো মন্দির
রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী মাঝে জানিয়েছিলেন, চলতি বছরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে, সেই অনুযায়ী একটি পোর্টাল তৈরির কাজও চলছিল। কিন্তু সেই পোর্টাল পুরোপুরি তৈরি হয়ে কর্মক্ষম হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলেই একাধিক উপাচার্য আশঙ্কা করছেন বলেই জানান ব্রাত্য বসু। যার পরই সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছরে অনলাইনে নয়, আগের মতো অফলাইনেই হবে ভর্তি প্রক্রিয়া।