বিনোদন
খুব শীঘ্রই দাদু হতে চলেছেন উদিত নারায়ণ! বাবা হচ্ছেন আদিত্য

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে আদিত্য নারায়ণ আর তাঁর স্ত্রী শ্বেতার বেবি শাওয়ারের বেশকিছু ছবি। সেই ছবিতে দেখা গিয়েছে, দু’জনেই দুধ সাদা পোশাকে সজ্জিত। একে ওপরের প্রতি ভালবাসা ফুটে উঠেছে প্রায় প্রতিটি ছবিতেই।
২০১০ সালে ‘শাপিত’ ছবিতে কাজ করতে গিয়ে আলাপ হয় এই জুটির। তারপর হয় প্রেম। এরপর বেশ কিছু বছর সম্পর্কের পর ২০২০ সালের ১ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্বেতা ও আদিত্য। বিয়ের এক বছরের মধ্যেই আদিত্য প্রথম খবর দেন যে তিনি বাবা হতে চলেছেন। স্বভাবতই পরিবারের প্রত্যেকেই ভীষণ খুশি নতুন অতিথির আগমনের খবরে। কিছু দিন আগে আদিত্য এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি স্বপ্ন দেখতেন যে শ্বেতা তাঁর সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন নার্সিংহোমের সামনে। এবার তাঁর এই স্বপ্ন খুব শীঘ্রই সফল হতে চলেছে।