দর্জি কানাইয়ালালের হত্যাকাণ্ডের সঙ্গে পাক চরমপন্থী দলের যোগের আশঙ্কা
Connect with us

দেশের খবর

দর্জি কানাইয়ালালের হত্যাকাণ্ডের সঙ্গে পাক চরমপন্থী দলের যোগের আশঙ্কা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজস্থানের উদয়পুরে মঙ্গলবার এক দর্জিকে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়। সেই ঘটনায় অভিযুক্ত দুই অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উদয়পুরের রাজসমন্দের ভিম এলাকা থেকে ওই ২ খুনি মহম্মদ রিয়াজ আখতার ও গাউস মহম্মদকে পুলিশ গ্রেফতার করে।

এদিকে এই খুনের ঘটনার তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। কানাইয়ালালের হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত রয়েছেন তাদের সঙ্গে পাকিস্তানি চরমপন্থীদের যোগ রয়েছে। পাকিস্তানের (Pakistan) চরমপন্থী সংগঠন দাওয়াত-ই-ইসলামির সঙ্গে ওই দুজনের যোগ রয়েছে বলে সূত্র মারফৎ খবরে জানা গিয়েছে। এদিকে কানাইয়ালালের হত্যার পিছনে পাক যোগ রয়েছে এই খবর চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে।

আরও পড়ুন: উদয়পুরে দর্জিকে গলা কেটে খুনের ঘটনায় গ্রেফতার ২, জারি ১৪৪ ধারা

Advertisement

এদিকে কানাইয়ালালের খুনের ঘটনায় গাউস মহমম্মদ এবং রিয়াজ আহমেদকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। রাজস্থানের ভিম এলাকা থেকে ওই ২ জনকে গ্রেফতার করা হয়। উদয়পুরে কানাইয়ালালের হত্যার পর গোটা এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হইয়েছে। এই ঘটনার জেরে যাতে কোনও ভাবে উত্তেজনা না ছড়ায়, তারজন্যই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।

অন্য দিকে, গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ঘটনার সঙ্গে সঙ্গেই অপরাধীদের দ্রুত ধরার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেইমতো মঙ্গলবার রাতেই ২ অভিযুক্তকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। অপরাধীদের কড়া শাস্তি হবে বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে, রাজ্যবাসীকে শান্ত থাকারও অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুন: রিলায়েন্স জিওর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা মুকেশ আম্বানির! নতুন চেয়ারম্যান কে?

Advertisement

রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, ”আমি উদয়পুরে যুবকের জঘন্য হত্যার নিন্দা করছি। এ ঘটনায় জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ অপরাধের তদন্তের জন্য যতদূর যেতে হয় ততদূর পর্যন্ত যাবে। আমি সব পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানাই। এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। উদয়পুরে যুবক খুনে অভিযুক্ত দুজনকেই রাজসমন্দ থেকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার তদন্ত, কেস অফিসার স্কিমের অধীনে করা হবে এবং দ্রুত তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে। আমি আবারও সকলের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।”

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.