ব্যাতিক্রমী যুগের সমাপ্তি, প্রয়াত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ
Connect with us

আন্তর্জাতিক

ব্যাতিক্রমী যুগের সমাপ্তি, প্রয়াত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রয়াত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। শুক্রবার সেদেশের সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গিয়েছেন। তিনি আবুধাবি আমিরশাহীর শাসকও ছিলেন।

শুক্রবার আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৭৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে অর্ধনমিত থাকবে আরব আমিরশাহীর জাতীয় পতাকা এবং টানা ৪০ দিন ধরে পালিত হবে রাষ্ট্রশোক।

জায়েদ আল নাহিয়ানের জন্ম ১৯৪৮ সালে। তিনি আরব সাম্রাজের ক্ষমতায় আসেন ২০০৪ সালে। আরব আমিরশাহীর ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জায়েদ। তাঁর আমলেই মধ্য প্রাচ্যে অন্যতম শক্তিধর দেশ হিসাবে মানচিত্রে উঠে আসে আরব। ব্যবসা এবং প্রযুক্তি ক্ষেত্রেও দেশকে বিশ্বের সেরাদের আসনে বসিয়েছিলেন তিনি। তবে সম্ভবত তাঁর সেরা কীর্তি ইজরায়েলকে স্বীকৃতি দেওয়া।

Advertisement

আরও পড়ুন: টুইটারে কেনা স্থগিত রাখলেন এলন মাস্ক

প্রসঙ্গত, কয়েক দশকের সংঘাতের ইতি টেনে মিশর ও জর্ডনের পর আরব দুনিয়ার তৃতীয় দেশ হিসেবে ইজরায়েলকে স্বীকৃতি দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী। এর ফলে তেল আভিভের সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করার লাইসেন্স পেয়েছিল আবুধাবি।

আরও পড়ুন: দেশ ছেড়ে পালাতে পারবেন না মাহিন্দা, কারণ জানাল শ্রীলঙ্কা আদালত

Advertisement

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আবু ধাবির যুবরাজ মোহাম্মদ আল নাহিয়ান এক যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, ”এই ঐতিহাসিক অগ্রগতি মধ্যপ্রাচ্যে শান্তির অগ্রযাত্রায় সাহায্য করবে।”

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.