দেশের খবর
ওমিক্রন নিয়ে আতঙ্কের বার্তা দিলেন মার্কিন বিশেষজ্ঞ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ওমিক্রন থেকে সেরে ওঠার পরও নিস্তার নেই। দ্বিতীয়বারও যে কেউ করোনার এই নয়া ভ্যারিয়েন্টে সংক্রমিত হতে পারেন। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন মার্কিন এপিডেমিওলজিস্ট এরিক ফেইগল-ডিং। বিশ্বে লাফিয়ে বাড়ছে করোনায় সংক্রামিতের সংখ্যা।
আর তার মধ্যেই নতুন করে আতঙ্ক তৈরি করেছে ওমিক্রন। ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে ওমিক্রনে সংক্রমিতের সংখ্যা। এখনও পর্যন্ত ভারতে ওমিক্রনে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৪১ জন। এই পরিস্থিতিতে আশঙ্কার কথা শোনালেন মার্কিন এপিডেমিওলজিস্ট এরিক ফেইগল-ডিং। এই মহামারী বিশেষজ্ঞ শনিবার টুইটে লিখেছেন, দ্বিতীয়বার ওমিক্রনে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক সময়ে নানান চর্চা চলছে।
তবে এটা নিশ্চিত, ওমিক্রন থেকে সেরে ওঠার পরও যে কেউ দ্বিতীয়বার এতে সংক্রমিত হতে পারেন। যদি প্রথমবারের ওমিক্রন সংক্রমণ তীব্র না হয় এবং তা রোগ প্রতিরোধ ক্ষমতাকে যথেষ্ট উদ্দীপিত না করে থাকে, তাহলে দ্বিতীয়বার এতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাঁরাও দ্বিতীয়বার ওমিক্রনে সংক্রামিত হতে পারেন। সেজন্য সকলকে সতর্ক থাকতে বলেছেন এরিক।