বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে পায়ে হেঁটে ভারত ভ্রমণ দুই বন্ধুর
Connect with us

বাংলার খবর

বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে পায়ে হেঁটে ভারত ভ্রমণ দুই বন্ধুর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কাছে-দূরে ঘুরতে যেতে মানুষ যখন পা মাটিতে ফেলতেই চান না তখন সাইকেল ও পায়ে হেঁটে ভারত ভ্রমণে বেরিয়ে পড়লেন দুই যুবক।

দিন যত যাচ্ছে ততই বাড়ছে গরম। বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। পরিবেশ রক্ষায় বারে বারে সচেতনতার বার্তা দিচ্ছেন পরিবেশবিদরা। কিন্তু মানুষ কি আদেও শুনছেন সেই কথা? কঠিন এই পরিস্থিতিতে বিশ্ব উষ্ণায়নের হাত মানুষকে তথা সারা পৃথিবীকে বাঁচাতে অভিনব ভাবনা বাংলার দুই যুবকের।

যেমনি ভাবনা তেমনি কাজ। ভাবনা সফল করতে এবং পরিবেশ বাঁচাতে যানবাহনের ব্যবহার কমাতে ছোট ছোট সফরে সাইকেল ও পায়ে হেঁটে যাত্রা করার আহ্বান জানাতেই তাঁদের এই ভ্রমণ। বুধবার রাতে তাঁরা জলপাইগুড়ির ধূপগুড়ি শহর হয়ে অসমের উদ্দেশ্যে রওনা হন।

Advertisement

আরও পড়ুন: তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তি, জেলায়-জেলায় শুরু জনসংযোগ যাত্রা

জানা গিয়েছে, ওই দুই যুবকের নাম অমিত পাসোওয়ান ও শ্রীকান্ত কল্যাণ। অমিত ঝাড়খণ্ডের বাসিন্দা এবং শ্রীকান্ত হায়দরাবাদের বাসিন্দা। তাঁরা গত ৭ ই অক্টোবর ২০২১ সাল থেকে ছত্তিশগড় রাজ্য থেকে তাঁদের এই যাত্রা শুরু করেন।

তাঁদের এই ভারত ভ্রমণ বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে অমিত পাসোওয়ান বলেন,” মানুষ যাতে দুধ নিয়ে আসা, পেপার নিয়ে আসা, সবজি নিয়ে আসা এরকম ছোট ছোট ২০০-৩০০ মিটার রাস্তা যাতায়াতের জন্য সাইকেল বা পায়ে হেঁটে যাতায়াত করে এই কারণেই আমরা সাইকেল ও পায়ে হেঁটে ভারত ভ্রমনে বেড়িয়ছি।”

Advertisement

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে করোনা, ২১ কোটি জনতাকে গৃহবন্দি করল চিন

”ভ্রমণ আমাদের আবেগ, নেশা। বিভিন্ন জায়গায় ভ্রমণের ফলে আমরা বিভিন্ন ভাষাভাষী মানুষের সংস্কৃতি সম্পর্কে আমরা আরও জানতে পারি।”

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.