বাংলার খবর
মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত ২ ছাত্র , আহত ১

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কোতুলপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ জয়রামবাটি থেকে একটি ট্রাক কোতুলপুরের দিকে যাওয়ার পথে জলিঠা মোড় এলাকায় এক বাইকে থাকা ৩ আরোহীকে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই দুই বাইক আরোহী প্রাণ হারান ।
ঘটনায় অপর এক বাইক আরোহী গুরুত্বর আহত অবস্থায় প্রথমে গোগড়া হাসপাতাল পরে অবস্থা বেগতিক দেখে আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, বাইকে থাকা ওই তিন আরোহী স্কুল ছাত্র। এদিকে এই ঘটনায় এলাকার মানুষ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়।
অন্যদিকে, মায়ের সঙ্গে হাটে এসে আচমকা গাছের নিচে চাপা পড়ে প্রাণ হারাল এক নাবালক। মৃত ওই নাবালকের নাম আরস সাহা (১২)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি থানার অদূরে বৌলবারি গ্রামে।
আরও পড়ুন: মায়ের সঙ্গে হাটে এসে ফেরা হল না বাড়ি, মর্মান্তিক মৃত্যু নাবালকের
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বৌলবারি গ্ৰামের বছর ১২-এর আরস সাহার উপর আচমকা একটি বড় গাছ ভেঙ্গে পড়ে । গাছের নিচে চাপা পড়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলের কর্মীরা এসে উদ্ধার করে বাচ্চাটিকে এবং তাকে সঙ্গে সঙ্গে পাঠানো হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে।
আরও পড়ুন: স্বপ্নের বাইক কিনতে তিন বস্তা ১ টাকার কয়েন নিয়ে শোরুমে হাজির যুবক, তারপর যা হল…
অন্যদিকে, রেললাইন পার হতে গিয়ে মাল গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদা শহরের মালঞ্চপল্লী রেল গেটের কাছে। এই ঘটনার পর রেল পুলিশের কর্মীরা এসে ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিনয় সাহা (৫০)। তার বাড়ি মালঞ্চ পল্লী এলাকায়। রেললাইন ধরেই বাজার করতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। কিন্তু সেই সময় পিছন থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে তাকে। আর তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। তবে এটি নিছক দুর্ঘটনা না আত্মহত্যা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।