হাইটেনশন তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ফারাক্কার দুই যুবকের!
Connect with us

বাংলার খবর

হাইটেনশন তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ফারাক্কার দুই যুবকের!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ফরাক্কার দুই যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম নাসরুল মোমিন (২৭) ও কালু শেখ (২৩) বছর। দু’জনেরই বাড়ি ফারাক্কার তিলডাঙ্গা গ্রামে। দুই যুবক বুধবার রাতে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে গিয়েছিল বলে জানা গিয়েছে। তার পরই সকালে বাড়িতে খবর আসে তাঁরা দু’জন বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন।

মৃত দুই যুবকের মৃতদেহ বারহাওড়া থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। ঘটনার খবর বাড়িতে এসে পৌঁছেতই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কেন তাঁরা ঝাড়খণ্ডে গিয়েছিলেন এবং কী কারণে মৃত্যু হয়েছে, তা তাঁরা কিছুই জানে না বলে দাবি করেছে মৃত দুই যুবকের পরিবার।

যদিও ঝাড়খণ্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে সাহেবগঞ্জের বারহাড়োয়া থানার শিরকুন্ডের হরিহারা গ্রামের বাসিন্দারা কাজে যাওয়ার সময় হাইটেনশন তারের উপর দুই যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহগুলি দেখতে মাঠে গ্রামবাসীদের ভিড় উপচে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারহাড়োয়া থানার পুলিশ। পুলিশের অনুমান বিদ্যুতের তার চুরি করতে গিয়েই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। মৃতরা দু’জনেই দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে হাইটেনশন টাওয়ারে উপরে উঠে বিদ্যুতের তার চুরি করার চক্রের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। মৃত নাসরুল ও কালু ফরাক্কার তিলডাঙার কুখ্যাত দুষ্কৃতী। নাসরুল ফরাক্কা ব্লকের তিলডাঙ্গার খাসপাড়ার বাসিন্দা। কালুর বাড়ি তিলডাঙ্গার পশ্চিম পাড়ায়। ঘটনার কথা বারহাড়োয়া থানার পুলিশ জানায় ফারাক্কা থানাকে। ময়নাতদন্তের পর মৃতদেহ দুই পরিবারের হাতে তুলে দেয় ঝাড়খণ্ড পুলিশ।

Advertisement
Continue Reading
Advertisement