দেশের খবর
সেবকে মাটি চাপা পরে দুই শ্রমিকের মৃত্যু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পাহাড়ি এলাকায় রেলপথ সম্প্রসারণের জন্য উদ্যোগী হয়েছে রেল মন্ত্রক। পর্যটনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সেই কারণেই দার্জিলিং পার্বত্য অঞ্চলের সেবকে রেল লাইন সম্প্রসারণের কাজ চলছিল।
সেবক রংপুর এলাকায় রেল লাইনের কাজ করতে বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা এসেছিল। এসেছিলেন ঝাড়খণ্ডের সন্তোষ রায় এবং কালু ওঁরাও। রবিবার রাতে কাজ করতে গিয়ে মাটি চাপা পরে মৃত্যু হয় ওই দুই শ্রমিকের। জানা গিয়েছে, কালিম্পঙের কালিখোলা এলাকায় একটি ক্যানেলে পিলার বসানোর জন্য খননকার্য হচ্ছিল। সেখানে মাটি খুড়তে যায় ওই দুই শ্রমিক। আচমকাই তাঁদের ওপর মাটির চাঁই ভেঙে পড়ে ওপর থেকে। দু’জনেই মাটির নিচে চাপা পড়ে যান।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি এবং পুলিশ। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই শ্রমিকের মৃত্যু হওয়ায় অনেকেই গাফিলতির অভিযোগ তুলেছেন। গত মাসে একই রকম ভাবে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছিল দুই শ্রমিকের। এই ঘটনার পর অনেকেই রেলের দায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।