বাংলার খবর
বেপরোয়া গতির বলি ২ মহিলা, আশঙ্কাজনক কমপক্ষে ৫

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি ২। জখম অন্তত ৫ জন। বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুর এলাকায়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলের দিকে জয়পুর থানার জয়পুর শুকনো পুকুরের কাছে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, বিষ্ণুপুরের দিক থেকে জয়পুরের দিকে আসছিল দুটি গাড়ি। এরপরেই সামনে থাকা আমুল দুধের গাড়িকে ধাক্কা মারে পিছনে থাকা স্করপিও গাড়িটি। ঘটনায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ মহিলার। আহত হয়েছে ৫ জন।
জানা গিয়েছে, আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে জয়পুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে আরামবাগ ও জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অপর দুই মহিলাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন: কেন্দ্রের উচিত অবিলম্বে গ্যাসের দাম ৩০০ টাকা কমিয়ে দেওয়া: মমতা বন্দ্যোপাধ্যায়
অন্যদিকে, গলায় ফাঁস দিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। জানা গিয়েছে, প্রায় নয় বছর আগে দুই পরিবারের পছন্দে জলঙ্গী থানার চোয়া পাড়া অঞ্চলের ডাইড় পাড়া একই গ্রামে ঢিলছোঁড়া দূরত্বে বিয়ে হয় রোজিনা বিবি ও সোহেল রানার। তাঁদের সাড়ে তিন বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।
জানা গিয়েছে, বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গৃহব্ধূ রোজিনা বিবিকে তার স্বামী ও শাশুড়ি মিলে হত্যা করে ঝুলিয়ে রাখেন বলে অভিযোগ মেয়ের পরিবারের। এই ঘটনায় জলঙ্গী থানার পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করেন ও পরিবারের তিনজনকে আটক করে থানায় নিয়ে আসেন। পরিবারের অভিযোগ, বিয়ের পরে ভালোই চলছিল তাদের সংসার।
আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলার শুনানি শেষ, ১১ তারিখের মধ্যেই রায় ঘোষণা
মৃতার পরিবারের অভিযোগ, কিছুদিন পরে যখন রোজিনা-সোহেলের কন্যা সন্তানের জন্ম হয় তার পর থেকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার শুরু করেন মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা। এই বিষয়ে একাধিকবার সালিশি সভার মাধ্যমে সমস্যা মিটিয়ে স্বামীর ঘরে পাঠানো হয় তাঁদের মেয়েকে। তারপরও মেটেনি সমস্যা। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে খবর আসে যে, তাঁদের মেয়ে মারা গিয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে মেয়ের শ্বশুর বাড়ি ছুটে গিয়ে তাঁরা দেখেন ঘরের বাইরে পড়ে রয়েছে মেয়ের দেহ। গলায় ফাঁসের দাগ দেখতে পাওয়া যায় বলে অভিযোগ।