বাংলার খবর
বগটুই হত্যাকাণ্ডের ছায়া নন্দীগ্রামে, দুই মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এ যেন একেবারে বগটুই কান্ডের ছায়া। বাড়ির মধ্যে থাকা দুই মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল গ্রাম কমিটির সদস্যদের বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার হয়েছে গ্রাম কমিটির পাঁচজন সদস্য। গোটা ঘটনায় নিরাপত্তার স্বার্থে ওই বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, উত্তর কেন্দামারির বাসিন্দা ভীম চরণ দাসের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল গ্রাম কমিটির সঙ্গে। এরই মাঝে নিজের চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে ভিন রাজ্যে যান ভীম চরণ দাস। বাড়িতে ছিলেন তার দুই মেয়ে। তাদের ওপর চড়াও হওয়ার পাশাপাশি বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় নন্দীগ্রাম থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। পাশাপাশি শুক্রবার সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে ওই বাড়ির সামনে।
আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ডে মুম্বই থেকে CBI জালে ৪
প্রসঙ্গত, বগটুই হত্যাকান্ডের খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। ঘটনার তদন্তভার সিটের হাত থেকে সরিয়ে নিয়ে CBI-এর হাতে তুলে দেয় Calcutta High Court। আর তারপরই কেন্দ্রীয় সংস্থার তদন্তের উপর আস্থা আছে বলে জানিয়েছে বিজেপি,কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি।
আরও পড়ুন: পরিকল্পিত দুর্যোগ তৈরি করছে কেন্দ্রীয় সরকার, তোপ মমতার
এদিকে এই ঘটনায় বৃহস্পতিবার ৪ জনকে মুম্বই থেকে গ্রেফতার করল CBI। বাপ্পা শেখ-সাবু শেখ সহ সিবিআই-এর জালে ৪ জন। অগ্নিকান্ডের ঘটনায় মূল অভিযুক্তের সঙ্গে সেদিন তারাও ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের। মূল অভিযুক্ত লালন শেখের ২ সঙ্গী গ্রেফতার। জানা গিয়েছে, FIR-এ নাম রয়েছে বাপ্পা শেখের। ঘটনার দিন ধৃতেরা মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গে ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের।