বাংলার খবর
মেধা তালিকায় প্রথম দশে রায়গঞ্জের দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠের জোড়া সাফল্য

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকায় সামনে এল রায়গঞ্জ দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠ। এই বিদ্যালয় থেকেই ষষ্ঠ এবং অষ্টম স্থান অধিকার করেছে স্নেহা দাস এবং সম্পদ রায়। বিদ্যালয়ে দুই পড়ুয়ার সাফল্যে খুশী শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা।
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় দীর্ঘ দিন যাবদ মেধা তালিকায় শীর্ষে থাকে রায়গঞ্জ করোনেশন হাইস্কুল, বিদ্যাচক্র এবং রায়গঞ্জ গার্লস হাইস্কুল। মেধা তালিকায় শীর্ষে থাকায় সুবাদে প্রতিবছর মাধাবি ছাত্রছাত্রী এই সমস্ত বিদ্যালয়ে ভর্তি হয়ে থাকে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকেও জেলায়-জেলায় জয়জয়াকার, প্রথম হয়ে উচ্ছ্বসিত অদিশা
রায়গঞ্জ শহরে উচ্চমাধ্যমিক বিদ্যালয় রায়গঞ্জ দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ে মূলত গ্রামীণ এলাকার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীরা বেশী ভর্তি হয়ে থাকে। যার কারণে প্রতিবছরে কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা আশানুরূপ ফল করতে পারে না।
আরও পড়ুন: বিশ্বের সেরা ১০ স্কুলের তালিকায় বাংলার স্কুল, অভিনন্দন মুখ্যমন্ত্রীর
বিগত বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে শহরের নামী বিদ্যালয়গুলিকে পিছনে ফেলে এবারে উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় প্রথম দশে দুই ছাত্র স্থান করে নিয়েছে। এই অভাবনীয় সাফল্যে খুশি সকলেই।