দেশের খবর
মাঝ আকাশে মুখোমুখি দু’টি বিমান! দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ৪২৬ যাত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন চারশোরও বেশি যাত্রী। জানা গিয়েছে, বেঙ্গালুরু বিমানবন্দর থেকে যাত্রা শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যেই মাঝ আকাশে খুবই কাছাকাছি চলে এসেছিল বেসরকারি বিমান পরিবহণ সংস্থার দু’টি বিমান।
কিন্তু শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো গিয়েছে। র্যাডার কন্ট্রোলারের চোখে পড়তেই সতর্ক করে দেওয়া হয় দুই বিমানের চালকদের। যার ফলে দুই বিমানের মোট ৪২৬ জন যাত্রী রক্ষা পান। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) ইতিমধ্যেই ঘটনায় তদন্তের নির্দেশ জারি করেছে। যদিও বেঙ্গালুরু বিমানবন্দরের লগবুকে বিষয়টি নথিভুক্ত নেই। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। গত ৭ জানুয়ারি ঘটনাটি ঘটেছে। সেদিন বেঙ্গালুরু থেকে একটি বিমান কলকাতার দিকে যাচ্ছিল।
আর একই বিমানবন্দর থেকে ভুবনেশ্বরে যাচ্ছিল আরেকটি বিমান। কিন্তু আকাশে ওড়ার কিছু সময়ের মধ্যেই দু’টি বিমান পরস্পরের এতটাই কাছে চলে এসেছিল যে যেকোনও মুহূর্তে মুুখোমুখি সংঘর্ষ ঘটে যেত। ওই দিন বেঙ্গালুরু-কলকাতা ৬-ই৪৫৫ বিমানে ছিলেন ১৭৬ জন যাত্রী এবং ৬ জন ক্রু আর বেঙ্গালুরু-ভুবনেশ্বরগামী ৬-ই২৪৬ বিমানে ছিলেন ৬ জন ক্রু এবং ২৩৮ জন যাত্রী। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটিসি-র ভুল নির্দেশের কারণেই বিমান দু’টি একই উচ্চতায় চলে এসেছিল।