দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে মর্মান্তিক ঘটনা, মৃত ২
Connect with us

বাংলার খবর

দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে মর্মান্তিক ঘটনা, মৃত ২

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গন্তব্যে বেরিয়েও পৌঁছানো হল না আর। বাস-টোটোর মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল ২ যাত্রীর। ঘটনায় জখম হয়েছেন আরও চারজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশের চেকিং চলাকালীন সময়ে এই দুর্ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠে জনতা। তাঁরা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে অবরুদ্ধ হয়ে পড়ে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক।

শুক্রবার ঘটনাটি ঘটেছে, কাঁথির দুরমুট তেলিপুকুর এলাকায়। জানা গিয়েছে, বাসের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষের জেরে নিহত হয়েছেন ২ জন। আহত চার। ঘটনায় পুলিশকে ঘিরে বিক্ষোভও শুরু করেছেন জনতা।

এদিকে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে তোলা তোলার অভিযোগ করেছেন স্থানীয় জনতা। অভিযোগ, এদিন দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে পুলিশ চেকিং চালাচ্ছিল। সেইসময়ই দ্রুত গতিতে একটি বাস বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর সেই সময়ই ঘটে দুর্ঘটনা। বাস-টোটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান দু’জন। বাকিদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীঘা-নন্দকুমারমুখি ব্যস্ততম রাস্তায় এই প্রথম নয়, প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে। রাস্তায় বড়-বড় লরি, গাড়ি দাঁড় করিয়ে পুলিশ তোলা আদায় করে। আর তখনই কোনও গাড়ি তোলা দেওয়া এড়াতে চাইলে জোরে গাড়ি চালানোর জেরে অসাবধানতাবশত ঘটে যায় দুর্ঘটনা। এই বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে বারবার ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হলেও এখনও কোনও সুরাহা মেলেনি। উদাসীন রয়েছে প্রশাসন।