বাংলার খবর
কেতুগ্রামে গৃহবধূর হাত কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার আরও ২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পূর্ব বর্ধমানের কেতুগ্রামে সরকারি হাসপাতালে নার্সের চাকরি পাওয়ায় গৃহবধূ রেণু খাতুনের কব্জি থেকে ডান হাত কেটে নেওয়ার ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রাম থেকে আসরাফ আলি শেখ ও হাবিব শেখ নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান রেণু খাতুনের হাত কাটার ঘটনায় দু’জনেই প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এবং ধৃত দু’জনই মূল অভিযুক্ত রেণুর স্বামী শের মহম্মদের পূর্ব পরিচিত।
গত মঙ্গলবার রাতেই পূর্ব বর্ধমানের মুর্শিদাবাদ সীমান্ত এলাকা থেকে শের মহম্মদকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করেই আসরাফ আলি শেখ ও হাবিব শেখের কথা জানতে পারে পুলিশ। তারপরই এই দু’জনের খোঁজে তল্লাশি শুরু করে কেতুগ্রাম থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে ভরতপুর থানার তালগ্রাম এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে পলিশ। গত শনিবার রাতে শের মহম্মদ যখন রেণুর ডান হাতের কব্জি কাটছিলেন তখন আসরাফ আলি এবং হাবিব তাঁকে সঙ্গ দিয়েছিল বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। সকলকেই জেল হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক।
সরকারি চাকরি পেলে স্ত্রী তাঁকে ছেড়ে চলে যেতে পারেন, এই আশঙ্কা থেকেই যাতে স্ত্রী সংসারে মন দেন, সেই জন্য গত শনিবার রাতে দুই সুপার কিলারকে টাকা দিয়ে ভাড়া করে বন্ধু সাজিয়ে বাড়িতে নিয়ে এসে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর কব্জি থেকে ডান হাত কাটান রেণুর স্বামী শের মহম্মদ। মঙ্গলবার ভোরে শের মহম্মদের বাবা সিরাজ শেখ ও মা মেহরনিকা বিবিকে চাকটা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে পুলিশ। তারপর দু’দিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতেই পূর্ব বর্ধমান জেলার মুর্শিদাবাদের সীমানা থেকে শের মহম্মদকে গ্রেফতার করে কেতুগ্রাম থানার পুলিশ।
বর্তমানে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রেণু। ইতিমধ্যেই রেণু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি শের মহম্মদের সঙ্গে সংসার করবেন না এবং স্বামী-সহ দোষীদের কঠোর শাস্তি চেয়েছেন তিনি। অদম্য মনের জেদকে সম্বল করে জীবন যুদ্ধে ঘুরে দাঁড়াতে হাসপাতালের বিছানায় শুয়েই বাঁহাতে লেখা অনুশীলনও শুরু করে দিয়েছেন রেণু। রেণুুর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রেণুর উপযুক্ত চাকরি, চিকিৎসার খরচ এবং কৃত্রিম হাতের ব্যবস্থা সরকার করবে বলে বুধবার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।