বাংলার খবর
মাঠে গরু আনতে যাওয়াই কাল! বজ্রপাতে প্রাণ হারালেন বাবা-ছেলে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বজ্রাঘাতে মৃত্যু হল বাবা এবং ছেলের। বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদহের ভুতনি থানার উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের আলাদিয়া এলাকায়।
জানা গিয়েছে, দুলাল ঘোষ এবং অনুপ ঘোষ এদিন ভোর নাগাদ ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ি থেকে কিছুটা দূরে গিয়েছিলেন গরু ঘরে নিয়ে আসার জন্য। সেই সময় আচমকাই বজ্রাঘাত হয়। তড়িঘড়ি স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় ভুতনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ভুতনি থানার পুলিশ। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
আরও পড়ুন: মোদির পদত্যাগ চেয়ে BJP নেতাদের তিহার জেলে পাঠানোর দাবি মুখ্যমন্ত্রীর
অন্য দিকে, কালবৈশাখী ঝড়ের তান্ডব। গৃহস্থ বাড়ির ওপর উপড়ে পড়ল বহু পুরোনো একটি বটগাছ। ভেঙে গেল দুটি গৃহস্থ বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির সাতজন সদস্য। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায়।
উল্লেখ্য বৃহস্পতিবার ভোর রাত থেকে হঠাৎই কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টি শুরু হয়। মাত্র ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড শুরু হয়ে যায়। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই ঝড়ে।
আরও পড়ুন: ভবানীপুরে জোড়া খুনে গ্রেফতার ৩, আর্থিক লেনদেনে ঝামেলার জেরে খুন জানালেন সিপি
এই এলাকায় বহু পুরাতন একটি বট গাছ উপড়ে পড়ে। ক্ষয়ক্ষতি হয় দুটি গৃহস্থ বাড়ি। তার পাশাপাশি ওই এলাকায় বেশ কয়েকটি ইলেকট্রিক পোল ভেঙে পড়ে। ঘটনা ঘিরে বৃহস্পতিবার ভোর রাত থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।