'পুষ্পা' সিনেমার কায়দায় কয়লা পাচারের চেষ্টা, ছক বানচাল করল পুলিশ
Connect with us

বাংলার খবর

‘পুষ্পা’ সিনেমার কায়দায় কয়লা পাচারের চেষ্টা, ছক বানচাল করল পুলিশ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সুপার হিট দক্ষিণী সিনেমা “পুষ্পা দ্য রাইজ” রিল লাইফে হিট আবার রিয়েল লাইফেও হিট। এই সিনেমায় পুলিশের চোখে ধুলো দিয়ে চন্দন কাঠ পাচার করছিল দুষ্কৃতীরা। সেই পন্থাকে অনুসরণ করে দুষ্কৃতীরা এখন অভিনব কায়দায় পাচার করছে কয়লা। আর দুষ্কৃতীদের সেই কৌশল বানচাল করে দিল বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ।

শনিবার  গভীর রাতে পুলিশি টহল দেওয়ার সময় সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে রানিগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে দুবরাজপুর থানার ছানুচ গ্রাম থেকে সিউড়ির দিকে যাওয়ার সময় পানুড়িয়া ক্যানেলের কাছে একটি কয়লা বোঝাই ৪০৭ পিক আপ ভ্যান আটক করে।

আরও পড়ুন: সাথীকে বিয়ে করতে চুল কেটে ছেলে সেজে ছিলেন ঝুম্পা!

Advertisement

তল্লাশি চালাতেই দেখা যায়, ঐ গাড়িতে বস্তা ভর্ত্তি তুষ বোঝাই করা ছিল। পুলিশের সন্দেহ হতেই ওই গাড়িটিকে আটক করে। এরপর তল্লাশি চালানোর সময় দেখা যায় তুষের বস্তার নীচে কয়লা রয়েছে। যার ওজন ৪ কুইন্টাল। বাজার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।

আরও পড়ুন: দিল্লিতে মোদি-শাহর সঙ্গে সাক্ষাৎ ধনকরের, রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে

ঘটনায় গ্রেফতার করা হয়েছে ঐ গাড়ির চালক শেখ আজারুল ও খালাসি সিন্দাবাদ খানকে। উল্লেখ্য, বীরভূম জেলায় অভিনব কায়দায় কয়লা পাচার ঘটেই চলেছে। গাড়িতে বেশিরভাগ অংশ কয়লা বোঝাই করা এবং ওপরে কখনও ইট, কখনও জলের বোতল আবার কখনও ফল বোঝাই করে পাচার করা হচ্ছিল। কিন্তু পুলিশের তৎপরতায় প্রত্যেকবার ধরা পড়ে এই অবৈধ কয়লা পাচার। ধৃতদের রবিবার সিউড়ি জেলা আদালতে তোলা হবে।

Advertisement