পিকঅ্যাপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ, মৃত্যু ২ ভাইয়ের
Connect with us

বাংলার খবর

পিকঅ্যাপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ, মৃত্যু ২ ভাইয়ের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় মৃত্যু হল দুই ভাইয়ের। আহত আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দৌলতগছ এলাকায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার দৌলতগছ এলাকার বাসিন্দা মহম্মদ সাহানাবাজ আলম (১৩) ও মেজের আলম(১৪)। এরা সম্পর্কে খুড়তুতো ভাই। রবিবার দুই ভাই মিলে ভৈষপিটা থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় চোপড়ার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান তাদেরকে ধাক্কা মারে বলে অভিযোগ।

অভিযোগ, মর্মান্তিক এই ঘটনায় ভ্যানগাড়িটিই আবারও কিছুটা দূরে গিয়ে বেশ কয়েকজনকে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনায় এলাকায় ব্যাপার চাঞ্চল্য ছড়ায়। এদিকে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে প্রথমে চোপড়ার দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হতে থাকায় ওই দুই ভাইকে ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষনা করেন। বাকি আহত ৪ জনের অবস্থার অবনতি হলে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেআসেন চোপড়া থানার পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: নিজে ডেকেও কনভেনশনে গরহাজির বিমল গুরুং, পাহাড়ের রাজনীতিতে দলবদলের জল্পনা

অন্যদিকে, শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের হরিহরপাড়া হুমাইপুর শিবনগর এলাকায় এক প্রতিবন্ধী যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছেন, মৃতের নাম রিপন মালিথ্যা(২২)।

অভিযোগ প্রতিবেশী ইমরান শেখের বিরুদ্ধে। খুনের ঘটনার পরেই উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই প্রতিবন্ধীর স্ত্রীর সঙ্গে প্রতিবেশী ইমরান শেখের অবৈধ সম্পর্ক ছিল। মাস ছয়েক আগে ইমরান শেখের সঙ্গে প্রতিবন্ধী যুবকের শেখের স্ত্রী চলে যায়। তারপর থেকে ইমরান শেখের সঙ্গে ছিল। সম্প্রতি ওই যুবতী তাঁর স্বামীর কাছে ফিরে আসতে চাইছিলেন।

Advertisement

আরও পড়ুন: পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ-বন্দুক, গ্রেফতার ১

অভিযোগ বিষয়টি আঁচ করেই পথের কাঁটা সরিয়ে দিতে রিপনকে খুন করার ছক করে ইমরান। শনিবার সন্ধ্যায় রিপন মালিথ্যা যখন পাটের জমিতে কাজ করছিল তখনই ইমরান হামলা চালায় এবং কুপিয়ে খুন করে তাঁকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত পলাতক। 

Advertisement