বাংলার খবর
নাগরদোলা সারাই করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, চরম পরিণতি ২ শ্রমিকের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা অতিমারির জেরে গত দু’বছর ধরে জারি ছিল নানা সরকারি বিধিনিষেধ। বন্ধ ছিল সমস্ত ধরণের জমায়েত, হইহুল্লোড়ের অনুষ্ঠান। কিন্তু গত ফেব্রুয়ারি মাস থেকে বাংলার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় নিউ নর্মালে উৎসবের আনন্দে ফের গা ভাসাতে শুরু করেছেন সাধারণ মানুষ।
আর উৎসবের আনন্দে গা ভাসাতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটল হাওড়ায়। করোনা একটু থিতু হওয়াতে ফের উৎসবের প্রস্তুতি চলছিল হাওড়ায়। এলাকায় এই মেলা হাওড়া উৎসব বলেই পরিচিত। মেলার নাগরদোলার কাজ করছিলেন শ্রমিকরা। ঠিক সেই সময়ই ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা। প্রায় পঞ্চাশ ফুট উপরে কাজ করছিলেন শ্রমিকরা।
আরও পড়ুন: পুলিশি নজরদারির মধ্যেই ঝাড়গ্রামে ফের মাও পোস্টার
সূত্রের খবর, উপর থেকে পড়ে গুরুতর জখম হন দুই শ্রমিক। তাঁদের আঘাত গুরুতর বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে তাঁদের যাওয়া হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে দোলনার কাজ করার সময় প্রায় ৫০ফুট উপর থেকে পড়ে গুরুতর জখম হন চার শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
আরও পড়ুন: অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কাঠগড়ায় যুবক
সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে রামরাজাতলা শংকর মঠ সংলগ্ন মাঠে। স্থানীয় মানুষের অভিযোগ, কোনও রকম সেফটি বেল্ট ছাড়াই শ্রমিকরা নাগরদোলা জয়েসের উপরে। সেখান থেকেই পড়ে যায় তাঁরা। প্রত্যক্ষদর্শীদের আরও অভিযোগ, ঠিকাদাররা ঘটনার পরেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ঠিকাদার গোষ্ঠী। প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়। গোটা ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসে জগাছা থানার পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে, দুর্ঘটনার পরে কাজ বন্ধ করে দেন মেলার বাকি শ্রমিকরা।