সমকামী প্রেমকে স্বীকৃতি দিতে প্রেমিকার বাড়িতে তরুণী
Connect with us

আন্তর্জাতিক

সমকামী প্রেমকে স্বীকৃতি দিতে প্রেমিকার বাড়িতে তরুণী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রেমের নেশা বড় নেশা। প্রেম মানে না শাসন,বারণ। আর এই প্রেমের টানেই Bangladesh-এর টাঙ্গাইল জেলায় থাকা প্রেমিকা নার্গিসের কাছে ছুটে এসেছেন নোয়াখালির বিলকিস। আর এই দুই সমকামীর ভালোবাসার জেরে উত্তাল হয়ে উঠেছে ওপার বাংলা।

জানা গিয়েছে, সোশ্যল মিডিয়া ফেসবুক, টিকটক থেকে নার্গিসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নোয়াখালির বিলকিসের। ক্রমশ দু’জনের মধ্যে বন্ধুত্ব (Homosexuality) এবং ঘনিষ্ঠতা বাড়তে থাকে। দুজনের মধ্যে সবসময় WhatsApp-এ কথাও হত। ঘনিষ্ঠতা ক্রমে বেড়ে যাওয়ায় গত তিনমাস আগে তাঁরা বাড়ি থেকে পালিয়েও গিয়েছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। যদিও শেষপর্যন্ত পরিবারের চাপে তাঁরা আবার বাড়ি ফিরে আসে।

তবে এবার আর বিলকিসকে হারাতে নারাজ নার্গিস। এই বিষয়ে ওই কিশোরী জানিয়েছে, অনেকদিন পর বিলকিস তাঁর কাছে ফিরে এসেছে। এবার তাঁকে আর কোথাও যেতে দেবে না সে। এদিকে এই ঘটনায় টাঙ্গাইল জেলার চেয়ারম্যান জানিয়েছেন, ওই দুই কিশোরী নিজেরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা একটি গার্মেন্টসের কারখানায় কাজ করে। এবার থেকে তাঁরা একসঙ্গেই থাকবে বলে জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: রুশ-ইউক্রেন দ্বন্ধে কোপ পড়েছে যৌন জীবনেও, রাশিয়ায় ১৭০ শতাংশ বেড়েছে Condom-এর চাহিদা

 অন্যদিকে, দীর্ঘ দু’বছর ধরে করোনার সঙ্গে লড়াই করে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জনজীবন। অতিমারির গ্রাফচিত্র কিছুটা নিম্নগামী থাকায় এবার কোভিড বিধি নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা এক নির্দেশিকা থেকে জানা গিয়েছে, আগামী ৩১মার্চ থেকে দেশে সম্ভবত শেষ হতে চলেছে সংক্রমণ মোকাবিলায় Covid 19 বিধি মেনে চলার যাবতীয় নিয়মাবলি।

আরও পড়ুন: Russia Ukraine War: অ্যামোনিয়া প্ল্যান্টে হামলা রাশিয়ার, বিপর্যস্ত জনজীবন

Advertisement

তবে এই নিয়মাবলির বিষয়ে ৩১ মার্চের পর থেকে কোনও সরকারি বিধিনিষেধ না থাকলেও সারা পৃথিবী থেকে করোনামুক্তি ঘটেনি। যারফলে জনগণকে প্রকাশ্যে মাক্স পরা এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলার নির্দেশিকা এখনও পালন করতে হবে অনির্দিষ্ট কালের জন্য। এই বিষয়ে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সেক্রেটারি অজয় ভাল্লা জানিয়েছেন, দেশের করোনা পরিস্থিতি আগের তুলনায় বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। এই অবস্থায় কেন্দ্র এবং সব রাজ্য সহ কেন্দ্রশাসিত রাজ্যগুলিতে আগামী ৩১মার্চ থেকে কোভিড বিধি শিথিল করা হবে।