নববর্ষের দিনেই মারাত্মক পরিণতি দুই শিশুর, শোকের ছায়া গ্রামে
Connect with us

বাংলার খবর

নববর্ষের দিনেই মারাত্মক পরিণতি দুই শিশুর, শোকের ছায়া গ্রামে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে দুই শিশুর মৃত্যু। ঘটনায় বেলপাহাড়ি থানার নেগুড়িয়া এলাকায় শোকের ছায়া। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই নম্বর ব্লকের বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের নেগুড়িয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় যে নেগুড়িয়া গ্রামের বাসিন্দা শীতল পালের মেয়ে সাত বছর বয়সী মৌপ্রিয়া পাল ও রাধেশ্যাম পালের মেয়ে ছয় বছর বয়সী অনিমিতা পাল বাড়ির সামনের পুকুরে স্নান করতে গিয়ে পুকুরের জলে তলিয়ে যায়। এরপর বিষয়টি নজরে আসে ওই পুকুরে স্নান করতে আসা অন্যান্যদের।

আরও পড়ুন: মাথাচাড়া দিচ্ছে মাওবাদী আতঙ্ক, জঙ্গলমহলে জারি হাই অ্যালার্ট

Advertisement

ওই দুই শিশুর পরিবারের আর্তচিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের কে দ্রুত পুকুর থেকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা ওই দুই শিশুকে মৃত বলে ঘোষণা করে। মৃত দুই শিশুর সম্পর্কে বোন হয়।

আরও পড়ুন: মাছ কেনার টোপ দিয়ে প্রতারণার চেষ্টা, বরাতজোরে বাঁচলেন ব্যবসায়ী

খবর পেয়ে বেলপাহাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দুই শিশুরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। তবে জলে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলা নববর্ষের প্রথম দিন শুক্রবার বেলপাহাড়ি থানার নেগুড়িয়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। সেই সঙ্গে মৃত দুই শিশুর পরিবারের সকলেই কান্নায় ভেঙ্গে পড়েন। বেলপাহাড়ি থানার পুলিশ ঠিক কি কারণে ওই দুই শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে।

Advertisement