বাংলার খবর
সামসেরগঞ্জ থেকে জাল নোট সহ গ্রেফতার দুই

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : জাল নোটের রমরমা বাড়ছে বিভিন্ন এলাকায়। প্রায়ই খবর পাওয়া যায়, জাল নোটের কারবার।। কিন্তু দেশে এই জাল নোটের আমদানি হয় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদা জেলা দিয়ে। এবার সেই জাল নোট সহ ২ যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের নাম ফিরোজ শেখ (২০) ও আরিফ শেখ (২১)। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার কলাবাগান ঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের কাছ থেকে ৬২ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে স্পেশাল টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের এক কর্তা জানিয়েছেন, ধৃতদের একজনের বাড়ি ঝাড়খণ্ডের গুমানি এলাকায়। অপরজনের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুরে। তাঁদের কাছ থেকে ২ হাজার টাকার ৩১টি জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা জেরায় জানিয়েছেন, তাঁরা জাল নোটগুলি বাংলাদেশ থেকে এদেশে নিয়ে এসেছিলেন। ধৃতদের মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে, কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।