বাংলার খবর
সাগরদিঘিতে বাজেয়াপ্ত আড়াই হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ! গ্রেফতার ২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মঙ্গলবার দুপুরে সাগরদিঘি থানার মোড়গ্রাম ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ ‘ফেনসিডিল’ সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মাধব মন্ডল ও রনজিৎ মন্ডল।
দু’জনেই মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা। জঙ্গিপুরের পুলিস সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, গোপন সূত্রে খবর আসে মোড়গ্রাম ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য পাচার হবে। খবর মোতাবেক সকাল ১০ টা থেকে মোড়গ্রাম এবং সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু হয়। দুপুর ১ টা নাগাদ বহরমপুরগামী একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানোর সময় ২ হাজার ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
এই বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ বিহারের সাসারাম থেকে ডোমকলের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। পরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করা হত। উদ্ধার হওয়া ফেনসিডিলের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় আট লক্ষ টাকা। কারবারের সঙ্গে আরও কে বা কারা যুক্ত রয়েছে, তা জানতে ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।