খেলা-ধূলা
আড়াই দিনেই গোলাপি টেস্টে লঙ্কাবধ করে সিরিজ জিতল ভারত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : একটা মরিয়া চেষ্টা করেছিলেন। তবুও দুর্গ পতন আটকাতে পারলেন না শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। মাঠে মারা গেল তাঁর লড়াকু শতরান। আবারও আড়াই দিনে লঙ্কা বাহিনীর বিরুদ্ধে জয় তুলে নিল রোহিত ব্রিগেড। ২৩৮ রানের জয় পেল ভারত। প্রথম টেস্টের মতো বেঙ্গালুরুতে গোলাপি বলের টেস্ট জিতে ২-০ সিরিজ জিতে নিল ভারত।
দ্বিতীয় দিনের খেলা শেষে ২৮ রানের মধ্যেই ওপেনার থিরিমানের উইকেট খুইয়ে বসেছিল শ্রীলঙ্কা। সোমবার তৃতীয় দিনের খেলা শুরু হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। প্রথম ইনিংসে ১০৯ রানে অল আউট হয়ে ফলোঅন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০৮ রানে অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা। করুনারত্নে (১০৭) এবং কুশল মেন্ডিস (৫৪) ছাড়া আর কেউই অশ্বিন, বুমরাদের সামনে দাঁড়াতেই পারলেন না। দু’জনের ৯৬ রানের পার্টনারশিপ ভারতের জয়কে কিছুটা বিলম্বিত করে দিল। ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটিকে ভাঙলেন অশ্বিন। আর তারপরই লঙ্কার ব্যাটিং লাইনআপে নামল ধস।
অশ্বিন চারটি, বুমরা তিনটি, অক্ষর প্যাটেল দু’টি এবং জাদেজা একটি উইকেট পেলেন। প্রথম ইনিংসে ২৫২ রান তুলেছিল ভারত। ৯২ রান করেছিলেন শ্রেয়স আইয়ার। দ্বিতীয় ইনিংসে ৩০৩ রানে ৯ উইকেটে ডিক্লেয়ার দেন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসেও সর্বোচ্চ ৬৭ রান করে ম্যাচের সেরা হয়েছেন শ্রেয়স। এ ছাড়াও পন্থ ৫০ এবং রোহিত ৪৬ রান করেন। শ্রীলঙ্কার সামনে ৪৪৭ রানের টার্গেট দেয় ভারত। কিন্তু চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কা ২০৮ রানেই অল আউট হয়ে যায়। এই পিচে ব্যাট করা সহজ ছিল না। কিন্তু দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি।