টুইটারে কেনা স্থগিত রাখলেন এলন মাস্ক
Connect with us

আন্তর্জাতিক

টুইটারে কেনা স্থগিত রাখলেন এলন মাস্ক

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এলন মাস্কের টুইটে উত্তাল দুনিয়া। ভুয়ো অ্যাকাউন্ট আছে কতগুলি? যতক্ষণ না পর্যন্ত তা গণনার কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত Twitter কিনছেন না বলে শুক্রবার দুপুরে ঘোষণা করলেন এলন মাস্ক।

জানা গিয়েছে, টুইটারে স্প্যাম বা ভুয়ো অ্যাকাউন্টের গ্রাহক সংখ্যা মোট ব্যবহারকারীর পাঁচ শতাংশেরও কম। কিন্তু এই যুক্তির স্বপক্ষে যতদিন না পর্যন্ত কোনও প্রামাণ্য নথি পাচ্ছেন এলন ততদিন পর্যন্ত তিনি টুইটার কেনা স্থগিত রাখবেন বলে জানিয়েছেন। শুক্রবার দুপুরে এক টুইট বার্তায় তিনি একথা জানিয়েছেন।

প্রিমার্কেট ট্রেডিংয়ে সোশ্যাল মিডিয়া কোম্পানির শেয়ার ২০ শতাংশ কমেছে। টুইটার তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। সোশ্যাল মিডিয়া কোম্পানি এই মাসের শুরুতে অনুমান করেছিল যে, ভুয়ো বা স্প্যাম অ্যাকাউন্টগুলি প্রথম ত্রৈমাসিকে তার নগদীকরণযোগ্য দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের ৫ শতাংশেরও কম প্রতিনিধিত্ব করেছে।

Advertisement

আরও বলা হয়েছে যে, মাস্কের সঙ্গে চুক্তি বন্ধ না হওয়া পর্যন্ত এটি বেশ কয়েকটি ঝুঁকির সম্মুখীন হয়েছে, যার মধ্যে বিজ্ঞাপনদাতারা টুইটারে ব্যয় করতে থাকবে কিনা সেই প্রশ্নও উঠেছে।

আরও পড়ুন: হঠাৎ যদি রহস্যজনক ভাবে মারা যায় আমি… কেন এমন বললেন টুইটারের মালিক

এই বিষয়ে টেসলার কর্ণধার মাস্ক আরও জানিয়েছেন, টুইটার কেনার প্রথম ধাপে তাঁর প্রধান প্রায়োরিটি হল বৃহত্তম এই মাইক্রো ব্লগিং সাইট থেকে ভুয়ো অ্যাকাউন্টগুলি সরিয়ে ফেলা।

Advertisement

উল্লেখ্য, গত মাসেই বিশ্বের অন্যতম জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার(Twitter) কিনে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। নানা কারণে প্রায় সময়ই সোশ্যাল ইনফ্লুয়েশিয়াল ব্যক্তিত্বদের তালিকার মধ্যে শীর্ষে থাকেন SpaceX এবং Tesla CEO এলন মাস্ক। সম্প্রতি টুইটার কিনে নেওয়ার পর বেড়েছে সেই প্রবণতা আরও।

মার্কিন ধনকুবের তথা টুইটারের মালিক এলন মাস্ক গত সোমবার সকালে একটি টুইট করেছেন। যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ওই টুইটে হঠাৎ করে কী এমন লিখলেন এলন মাস্ক?

আরও পড়ুন : অন্ধকারে ডুবে দেশ, দ্বিতীয়বার জরুরি অবস্থা জারি করল শ্রীলঙ্কা

Advertisement

তিনি একটি টুইট বার্তা পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন, ”হঠাৎ করে রহস্যজনক ভাবে যদি আমার মৃত্যু হয় তবে তা জানতে পারলে আমার ভালোই লাগবে।” মাত্র দু’ঘণ্টা আগে করা এই টুইট নিয়ে জোরচর্চা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। হঠাৎ কেন এমন পোস্ট করলেন এলন? তা নিয়ে তুমুল হইচই নেটিজেনদের মধ্যে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.