দেশের খবর
হ্যাকিঙের কবলে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের টুইটার অ্যাকাউন্ট!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিক আছে, তেমনই খারাপ দিকও আছে। সোশ্যাল মিডিয়া সময় যেমন কমিয়ে দিয়েছ, দূরত্ব কমিয়ে দিয়েছে, তেমনই সমস্ত কাজ সহজ করে দিয়েছে। কিন্তু একটু সচেতন না থাকলে মারাত্বক ক্ষতিও হয়ে যেতে পারে। তার জন্য ওঁত পেতে রয়েছে হ্যাকাররা।
অনেকসময় হ্যাকারদের কবলে পড়ে নিমেষে মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে অপ্রয়োজনীয় কিছু পোস্ট করে ভাবমূর্তি নষ্ট করার ঘটনাও ঘটে। হ্যাকারদের হাত থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চপদস্থ মানুষও ছাড় পান না। এবার হ্যাক হয়ে গেল কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের টুইটার অ্যাকাউন্ট। স্বামী বিবেকানন্দের জন্মদিনের পোস্ট চেক করার সময় তা নজরে আসে সকলের।
টুইটার অ্যাকাউন্টের নাম বদলে হয়ে যায় ‘এলান মাস্ক’। সেখান থেকে বেশ কিছু পোস্ট করা হয়। অবশ্য নজরে আসার কিছুক্ষণের মধ্যেই পুনরুদ্ধার করা হয় অ্যাকাউন্ট। মুছে ফেলা হয় হ্যাকারের সমস্ত পোস্ট। গত বছরের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর সামনে এসেছিল। সুতরাং, হ্যকাররা যে এখনো যথেষ্ট সক্রিয়, তা ভালো মতোই বোঝা যাচ্ছে।